পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিষ্ঠিত সিম্পা সোলার পাওয়ার লিমিটেড বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। সিম্পা সোলার ৩৭,৫১২টি সোলার প্যানেল এর মাধ্যমে ৯৪ টি ইনভার্টার ব্যবহার করে প্রতি ঘণ্টায় ৮ মেগাওয়াট পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন করছে।
বাংলাদেশের প্যারাগন গ্রুপ ও জার্মানির সিম্বায়র সোলার সিয়াম যৌথভাবে পরিচালিত সিম্পা সোলার পাওয়ার লিমিটেড ২০১৯ সালের ২৪ জুলাই থেকে বাণিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। ২০১৯ সালের ১৩ নভেম্বর গণভবন হতে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সিম্পা সোলার উদ্বোধন করেন। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসন হল রুমে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ৫ উপজেলার চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৭ সালের মার্চে বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদন পরবর্তী মাঝিপাড়া গ্রামে প্যারাগন গ্রুপের মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাকুয়া ব্রিডার্স লিমিটেডের জায়গায় ২০১৮ সালের মে মাসে বিদ্যুৎকেন্দ্রেটির নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ২৬৮ কোটি টাকা ব্যয়ে তেঁতুলিয়ার মাঝিপাড়া এলাকায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে ২০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে এ বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছে। সিম্পা সোলার পাওয়ার লিমিটেড-এর উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ সরকার নির্ধারিত দামে ক্রয় করে তা তেঁতুলিয়া ও পঞ্চগড়ে সরবরাহ করছে।
সিম্পা সোলার-এর বৈশিষ্ট্যঃ
- Area: 40 acre
- AC Capacity: 8460 KW
- DC Capacity: 10.315 MWp
- Modules: 37512 Nos 275 Wp
- Inverters: 94 Nos of 90 KW
- Transformers: 3 Nos of 3150 KVA
- CO2 Savings: 11,000 Tons (per year)
- Off Taker: Bangladesh Power Development Board
…আরো পড়ুন পঞ্চগড়ের শিল্প ও অর্থনীতি | পঞ্চগড়ের প্রাকৃতিক সম্পদ
Last updated: 4 April 2024