পঞ্চগড় সুগার মিলস – Panchagarh Sugar Mills

পঞ্চগড় সুগার মিলস পঞ্চগড় জেলার সবচেয়ে পুরাতনসর্ববৃহৎ শিল্প-প্রতিষ্ঠান। পঞ্চগড় সুগার মিলস প্রতিষ্ঠা হওয়াকে অত্র এলাকার অর্থনৈতিক উন্নয়নের গোড়াপত্তন হিসেবে ধরা হয় এবং পঞ্চগড় সুগার মিলসকে এখানো পঞ্চগড়ের শিল্প-প্রতিষ্ঠানের অগ্রদূত হিসেবে বিবেচ্য।

১৯৬৫-৬৯ সালের সরকারের সময়ে দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলা সদরের ধাক্কামারা এলাকায় ৫৫.৫৫ মিলিয়ন টাকা ব্যয়ে ১৯৮.৪৬ একর জমির উপর স্থাপন করা হয় পঞ্চগড় সুগার মিলস লিমিটেড। ১৯৬৯ সাল থেকে পরীক্ষামূলক আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু হয়। এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত। স্থায়ী ও সাময়িক ৮১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে শুরু হয় পঞ্চগড় সুগার মিলস।

২০০৫-০৬ সাল নাগাদ প্রধানত চিনি উৎপাদন করা হয়ে থাকলেও, পরবর্তীতে এখানে বাই প্রোডাক্ট (চিটাগুড়, ব্যাগাস/ছোবড়া ও প্রেসমাড) উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়।

পঞ্চগড় সুগার মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ১,৫০০ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা ১৫,০০০ মেট্রিক টন। স্বাধীনতার পর থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে ৮ হাজার ৫’শ ৩৬ মেট্রিক টন চিনি উৎপাদন করেছে। ১৯৯৪-৯৫ অর্থবছরে সর্বোচ্চ ১৬ হাজার ৬’শ ১২ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল।

নামঃ পঞ্চগড় সুগার মিলস লিঃ
প্রতিষ্ঠাকালঃ ১৯৬৫-৬৯ সাল
উৎপাদন শুরুঃ১৯৬৯-৭০ সাল
মালিকানাঃ
 বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন
আয়তনঃ ১৯৮.৪৬ একর
শ্রমিক সংখ্যাঃ ৮১৩ জন স্থায়ী ও সাময়িক কর্মকর্তা-কর্মচারী
উৎপাদিত পণ্য সমূহঃ প্রধানত চিনি, পরবর্তীতে বাই প্রোডাক্ট (চিটাগুড়, ব্যাগাস/ছোবড়া ও প্রেসমাড)
উৎপাদন ক্ষমতাঃ আখ মাড়াই দৈনিক ১৫০০ মেঃ টন এবং বার্ষিক উৎপাদনের ১৫,০০০ মেঃ টন
গড় উৎপাদনঃ স্বাধীনতার ২০০৫ সাল পর্যন্ত প্রতিবছর ৮ হাজার ৫’শ ৩৬ মেট্রিক টন চিনি
বর্তমান অবস্থাঃ ২০২০ সাল হতে আখ মাড়াই কার্যক্রম স্থগিত

২০০৫-০৬ অর্থবছরে ১৪ লক্ষ টাকা মুনাফা পরবর্তী সময় হতে বর্তমানে প্রতিবছর উল্লেখযোগ্য হারে লোকসান গুণছে পঞ্চগড় সুগার মিলস। পুরাতন মেশিন, উৎপাদন খরচ বৃদ্ধি, যান্ত্রিক ত্রুটি ও বিপুল পরিমান চিনি অবিক্রিত থাকাসহ অন্যান্য সমস্যার কারণে পঞ্চগড়ের এই বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানটি আজ মৃতপ্রায়। প্রতিবছর প্রায় ২০ কোটি টাকা লোকসানের কারণে ২০২০ সালে দেশের ছয়টি চিনি কারখানার সঙ্গে পঞ্চগড়েও আখ মাড়াই কার্যক্রম স্থগিত করে সরকার। এতে পঞ্চগড় সুগার মিলের কার্যক্রম স্থবির হয়ে পরে।

বর্তমানে (২০২৩) পঞ্চগড় সুগার মিলে আখ মাড়াই বন্ধের কারনে পঞ্চগড়ের আখ পার্শবর্তী ঠাকুরগাঁও জেলার সুগার মিলে নেয়া হয়। কর্তৃপক্ষ মিল মালিকানাধীন চাষযোগ্য জমিতে আখ এবং অন্যান্য পণ্য আবাদের উদ্যোগ নিয়েছেন। একদিকে আখ চাষ হবে অন্যদিকে অন্য পন্যও চাষাবাদ হবে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর মতে পঞ্চগড় সুগার মিলের কারখানার অবস্থা অনেক ভালো থাকার কারণে ভবিষ্যতে পঞ্চগড় সুগার মিলস আবার চালু হবার সুযোগ রয়েছে।

সাম্প্রতিক বছরগুলিতে পঞ্চগড় সুগার মিলের স্বল্প পরিমাণে সরকারী খাতে রাজস্ব জমার হিসাবঃ

অর্থ বছরআয় (লক্ষ টাকা)
২০০৮-০৯১০৮.২৭
২০০৯-১০৯৮.০৫
২০১০-১১১০৮.১৪
২০১১-১২৬২.৫৪
২০১২-১৩৭৬.৯৮
২০১৩-১৪৮৭.৭৪
২০১৪-১৫৯১.১৭
২০১৫-১৬১২২.২৯
২০১৬-১৭১৪৪.৮
২০১৭-১৮১৪৩.০২
মোট১,০৪৩.০০

 

সাম্প্রতিক বছরগুলিতে বাই প্রোডাক্ট উৎপাদনের পরিমাণঃ

অর্থ বছরচিটাগুড়ছোবড়াপ্রেসমাড
উৎপাদন
(মে.টন)
বিক্রি
(মে.টন)
আয়
(লক্ষ টাকা)
উৎপাদন
(মে.টন)
বিক্রি
(মে.টন)
আয়
(লক্ষ টাকা)
উৎপাদন
(মে.টন)
বিক্রি
(মে.টন)
আয়
(লক্ষ টাকা)
২০০৮-০৯২,২৪৮২,৯৯৫.১৫২৪১.১৮২৫,৮০৩.২৭৪,২৩২১০.৭৫২,১৭৯.১৮
২০০৯-১০১,৮৭৮৫৮০.৮৪১০৭.৬৩২৪,২০১.১৩৪,১৪০১০.৫৪২,০২০.৫৪২০৮.৩৩.২৫
২০১০-১১২,৪৮১.৪২২,৩৪৩.৭১২৭৭.০২৩৫,৩০৫.৮২৩,৭৭৭.২৮২২.৯৪৩,০১৬.৫১১,০৫০১.২৬
২০১১-১২১,৯৯৬.৪৬১,০৯৫.৮১৮৭.৮৭২৭,৭৮৫.৮৮৩,০৩১.৫৮১৬.২৬২,৩৯৮.৮২৯০৮.৩৩১.০৯
২০১২-১৩১,৮৬০.১৫২,৩০০.৫০১২৩.৭৩২৬,৪১৪.৯৮১,৪২৫.১৮১৯.৬৫২,১৯২.৯৬২০৮.৩৩.২৫
২০১৩-১৪৩,১০৩.৮৬৪,০০৫.৭০২৩৪.১৮৩৫,৩৩৯.৩১১,৭০৫.০৫২৫.১২২,৯৬১.৫৫৫০০.৬
২০১৪-১৫১,৯৬০.০১১,৫০০৯৯.৩৪২২,৯১৫.২০২,৮৩৪.০৪২২.৬৮১,৮৯৫.৮৪৮৬৬.৬৬১.০৪
২০১৫-১৬১,৪৬৫২,০০২.৫৮১৯৬.৯৭১৮,২৮৮.২৯১,২৭২.৪১৭.০২১,৫১০.২২৭১৬.৬৬.৮৬
২০১৬-১৭২,০৩০১,৬৪৯.৫০২৩৮.৪৩২৩,৪৪৮.৯৯১,১৩৬.৩২.১২১,৯৫৩.৫৫৩৯১.৬৬.৪৭
২০১৭-১৮২,১১৫.২৫১,৮৫০.৫১২৪০২৫,৬৮২.৬২১,০১৫.৬৮৫.৪৭২,১৩৩.৩৩৫৩৩.৩৩.৬৪
মোট২১,১৩৮.১৫২০,৩২৪.২৯১,৮৪৬.৩৫২৬৫,১৮৫.৪৯২৪,৫৬৯.৫৪১৪০.৫৫২২,২৬২.৫০৫,৩৮৩.৩০৬.৪৬

…আরো পড়ুন পঞ্চগড়ের শিল্প ও অর্থনীতি | পঞ্চগড়ের প্রাকৃতিক সম্পদ


তথ্যসূত্রঃ bsfic.gov.bd | লুৎফর রহমান | সোহাগ হায়দার
Last updated: 4 November 2023

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

পঞ্চগড় সুগার মিলস লিঃ

ঠিকানাঃ ধাক্কামারা, ঢাকা-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন, পঞ্চগড় সদর
ঢাকা কর্পোরেট অফিসঃ চিনিশিল্প ভবন, ৩ দিলকুশা সি/এ, ঢাকা ১০০০

ওয়েবসাইটঃ www.bsfic.gov.bd
ইমেইলঃ chinikal@yahoo.com; chinikal@bttb.net.bd
ফোনঃ +880 568 61212, +880 2 9564890
ফ্যাক্সঃ +880 2 9550481