আনোয়ার সাদাত সম্রাট পঞ্চগড়ের তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা আনোয়ার সাদাত সম্রাট ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল আনোয়ার সাদাত সম্রাটের। আওয়ামী লীগের নানান আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত তিনি। তাঁকে ঘিরে পঞ্চগড় জেলার আপামর নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থেকেছেন।
আনোয়ার সাদাত সম্রাট পঞ্চগড়ের বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, সৎ রাজনীতিবীদ ও মানুষের কাছে ব্যাপক পরিচিত মোঃ নুরুল ইসলাম নুরু -এর সন্তান। প্রায় সব মহলেই স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু। সবার কাছে তিনি নুরু ভাই হিসেবে পরিচিত ছিলেন। জনাব নুরু ১৯৯৬ এবং ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে নৌকা মার্কার প্রার্থী ছিলেন। উভয় নির্বাচনের ফলাফল ছিল বিতর্কিত। জনাব নুরুল ইসলাম নুরু ২০০৪ সালের শেষ দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। নুরুল ইসলাম নুরুর চার সন্তানের মধ্যে দ্বিতীয় ও একমাত্র ছেলে হলেন আনোয়ার সাদাত সম্রাট।
২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড় সদরে বাবার স্বচ্ছ ভাবমূর্তিকে পুঁজি করে বিপুল ভোটে আনোয়ার সাদাত সম্রাট ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন। এরপরে জনাব সম্রাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি‘র পদে অধীন হয়ে নিজের গড়ে তোলা ভাবমূর্তি ও শক্ত জনসমর্থনে ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থীকে ৩ হাজার ৭৫৮ ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
২৮ ডিসেম্বর ২০১৬ সালে অনুষ্ঠিত পঞ্চগড় জেলা পরিষদ উপ-নির্বাচনে আনোয়ার সাদাত সম্রাট চেয়ারম্যান নির্বাচিত হন। ৯ জানুয়ারি ২০১৬ সালে তৎকালীন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
২০২২ সালে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আনোয়ার সাদাত সম্রাট পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
Last updated: 2 December 2023