পঞ্চগড়ে নিম্নমুখী পাট চাষ এবং পাটের ঐতিহ্য হারিয়ে যাওয়ার ক্রান্তিলগ্নে জেমকন গ্ৰুপের জেম জুট-এর প্রতিষ্ঠা ছিলো একটি সময় উপযুগী এবং সফল উদ্যোগ। ২০০৩ সালে জেমকন গ্রুপ পঞ্চগড়ের বোদায় জেম জুট প্রতিষ্ঠার মাধ্যমে অত্র এলাকার বিপর্যস্ত পাট শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থানে সন্দেহাতীতভাবে ব্যাপক গতিশীলতা নিয়ে আসে। দেশীয় ও শক্তিশালী বিশ্ববাজারে জৈব-বান্ধব পাটের ব্যাগে ও পণ্য সরবরাহ, ৩০০০এর বেশী কর্মসংস্থান করা জেম জুট বর্তমানে (২০২৪) উত্তরাঞ্চলের বৃহত্তম পাট কারখানা।
কাজী শাহেদ আহমেদ-এর মালিকানাধীন জেমকন গ্ৰুপ ২০০২ সাল হতে জেম জুট প্রতিষ্ঠার উদ্দেশ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী নামক স্থানে জমি ক্রয় শুরু করে এবং ২০০৩ সালে জেম জুট লিমিটেড প্রতিষ্ঠিত হয়। জেম জুট ৬০ একর আয়তনের জমির উপরে স্থাপিত হয়। জেম জুট ২০০৪ সালে প্রথম মধ্যপ্রাচ্যে (ইরান) পাটজাত পণ্য রপ্তানি শুরু করে। পাটজাত পণ্য রপ্তানিতে সাফল্যের জন্য ২০০৫-০৬ এবং ২০০৭-০৮ অর্থবছরে জেম জুট জাতীয় রপ্তানি পুরস্কার প্রদান করা হয়।
১০০% রপ্তানিমুখী জেম জুট লিমিটেড আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদার উপর ভর করে চাষিদের কাছ থেকে বছরে ৩ লাখ টন পাট ক্রয় করে এবং প্রতিদিন ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন করে। জেম জুট হতে উৎপাদিত পণ্যসমূহঃ
- হেসিয়ান ক্লথ
- হেসিয়ান ব্যাগ
- সাচ্কিং ক্লথ
- চটের বস্তা, দড়ি
- নার্সারি ক্লথ
- ক্যানভাস
- প্যাকেটজাত পণ্যের জন্য পলি কোটেট ব্যাগ, পচন নিবারক ব্যাগ।
- সিআরএম ও সিআরটি গুণাগুণসম্পন্ন ৪.৮ পাউন্ড থেকে ৩৮ পাউন্ড পর্যন্ত রপ্তানিযোগ্য সুতা।
- বৈচিত্র্যময় বিভিন্ন পণ্য, ফ্যান্সি ব্যাগ, শপিং ব্যাগ, গৃহসজ্জার সামগ্রী, চটের পর্দা।
প্রতিষ্ঠালগ্ন থেকে টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়নের উদ্দেশ্যে জেম জুট মানসম্মত অর্গানিক, বায়োডিগ্রেডেবল ও পরিবেশ-বান্ধব পণ্য সরবরাহের পাশাপাশি স্থানীয় জনগণের জীবিকা ও কর্মসংস্থান, দক্ষ কারিগর তৈরি, উপযুক্ত লোকবল নিয়োগ, পণ্যমান নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও বিপণন বৃদ্ধি, পাট চাষ অব্যাহত রাখা এবং পঞ্চগড়ের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে কাজ করে চলেছে। ২০০৬ সালের ৩১ জানুয়ারি জেম জুট ISO 9001:2000 সার্টিফিকেশন লাভ করে।
পঞ্চগড়ে জেমকন গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠান সমূহঃ
- কাজী এন্ড কাজী টি এস্টেট
- জেমকন লিমিটেড
- কাজী ফার্ম
- মীনা সুইটস
- মীনা বাজার
- আনন্দধারা রিসোর্ট
…আরো পড়ুন পঞ্চগড়ের শিল্প ও অর্থনীতি | পঞ্চগড়ের প্রাকৃতিক সম্পদ
Last updated: 8 February 2024