বর্তমান সময়ে ঢাকা থেকে পঞ্চগড়ের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত এবং সহজ।

ট্রেন: ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছানোর একটি প্রধান উপায় হলো পঞ্চগড় এক্সপ্রেস যা পঞ্চগড়-ঢাকা পথে সংযোজিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন পরিসেবা। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মোট ১৩টি বগি নিয়ে পঞ্চগড়-ঢাকা পথে প্রতিদিন চলাচল করে।

সময়সূচী: যেহেতু বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল, তাই বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো।

নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী (২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর):

ট্রেন নংউৎসপ্রস্থানগন্তব্যপ্রবেশসাপ্তাহিক ছুটি
৭৯৩কমলাপুর২২:৪৫বী.মু.সি.ই.০৮:৫০নাই
৭৯৪বী.মু.সি.ই.১২:৩০কমলাপুর২১:৫৫নাই

 

 

Today's Weather

Recent News

Facebook Page