ড. নাজমুল হক – Dr. Nazmul Haque

পঞ্চগড় জেলার ইতিহাস ও ঐতিহ্যের শীর্ষস্থানীয় গবেষক ও লেখক ড. নাজমুল হক বাংলাদেশের একমাত্র প্রস্তর জাদুঘর পঞ্চগড় রকস মিউজিয়ামের প্রতিষ্ঠাতা, পঞ্চগড় : ইতিহাস ও লোকঐতিহ্য এবং পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বই এর লেখক। পঞ্চগড় মহিলা কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত থাকাকালীন ড. নাজমুল হক’ই প্রথম পঞ্চগড়ের খনিজ সম্পদ (নুড়ি পাথর), চা উৎপাদনের ব্যাপক সম্ভাবনার কথা বলেন এবং পঞ্চগড় জেলার প্রথম চা বাগান প্রতিষ্ঠার মাধ্যমে পঞ্চগড়ে চা-চাষের সূচনা করেন।

ড. নাজমুল হক ১৯৫৭ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক (১৯৭২) ও উচ্চ মাধ্যমিক (১৯৭৪) শিক্ষা সম্পন্ন করেন। ড. নাজমুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ. অনার্স এবং ১৯৭৮ সালে এম.এ. ডিগ্রি অর্জন করেন।

ড. নাজমুল হকের লেখা বই

ড. নাজমুল হক বিশ্বভারতী (শান্তিনিকেতন, ভারত) বিশ্ববিদ্যালয়ে রিসার্চ স্কলার হিসেবে কিছুদিন উচ্চতর শিক্ষা লাভ করেন। তিনি উত্তরবঙ্গের লোকসাহিত্যের নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক সমীক্ষার উপরে ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ব ও ফোকলোর বিষয়ে পি.এইচ.ডি. ডিগ্রী অর্জন করেন।

ড. নাজমুল হকের কর্মজীবনের সূচনা করেন নেদারল্যান্ড সরকারের ডেল্টা ডেভেলপমেন্ট প্রজেক্টে গবেষণা সহকারী হিসেবে। তিনি পাবনা ক্যাডেট কলেজে শিক্ষকতা করেন ১৯৮২ সাল থেকে ১৯০০ এপ্রিল পর্যন্ত। এরপরে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে ১৯৯০ এর মে থেকে ২০০১ সালের নভেম্বর পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এর পরবর্তীতে তিনি ২০০২ সালে দিনাজপুর সরকারি কলেজে বাংলা বিভাগে যোগদান করেন,  সেখানে কর্মরত থাকেন ২০০৮ পর্যন্ত। ড. হক ২০০৯ সাল থেকে ২০২২ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

ড. নাজমুল হক ১৯৯৭ সালে পঞ্চগড় রকস মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৯৮ সালে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ, ২০০৪ সালে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০০১ সালে আমেরিকার বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট কর্তৃক ম্যান অফ দ্যা ইয়ার নির্বাচিত হন।

ড. নাজমুল হকের উল্লেখযোগ্য গ্রন্থঃ

  • পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস
  • পঞ্চগড় : ইতিহাস ও লোকঐতিহ্য
  • বঙ্গবন্ধুর ভাষা সংস্কৃতি সাহিত্য ভাবনা
  • উত্তরবঙ্গের লোকসাহিত্যের নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক সমীক্ষা
  • উত্তরবঙ্গের জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয়
  • বাংলাদেশের লোকজ সংস্কৃতি পঞ্চগড়
  • প্রাচীন পৃথিবীর লোককাহিনী
  • মুক্তিযুদ্ধের উপন্যাস উত্তরে সমর্পিত
  • ফিলিস্তিনি মুক্তি সংগ্রাম
  • লোক সাহিত্যের নানা দিক
  • Rocks Museum (Co-authored with Naziba Saiyara)
  • উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনাশৈলী (সহ-লেখক ড. গিয়াস শামীম)

 


তথ্যসূত্রঃ পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস | পঞ্চগড় : ইতিহাস ও লোকঐতিহ্য | ড. নাজমুল হক ফেসবুক পেজ
Last updated: 18 November 2023

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Photo

ড. নাজমুল হক

  • পঞ্চগড় রকস মিউজিয়ামের প্রতিষ্ঠাতা
  • পঞ্চগড়ের ইতিহাস ও স্বাধীনতা যুদ্ধের উপর নেতৃত্বস্থানীয় গবেষক ও লেখক
  • পঞ্চগড়ে প্রথম চা-বাগান সূচনাকারী
  • জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক