ময়দানদিঘী – Moidandighi

ময়দানদিঘী
ময়দানদিঘী ইউনিয়ন, বোদা, পঞ্চগড়।

ম্যাপঃ Google map

ময়দানদিঘী পঞ্চগড় জেলার অন্যতম প্রসিদ্ধ ও স্বনামধন্য দীঘি। বোদা উপজেলা সদরে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে ময়দানদিঘী ইউনিয়নে দীঘিটির অবস্থান। ঐতিহাসিক এই দীঘির নামেই ময়দানদিঘী ইউনিয়নের নামকরণ হয়েছে।

ময়দানদিঘীর উৎপত্তি সম্পর্কে জানা যায়, পাল ও সেন বংশের রাজত্বকালের শেষ ভাগে দিনাজপুরে রাম নারায়ন নামে এক প্রতাপশালী রাজা রাজত্ব করতেন। রাজা রাম নারায়ন-এর রাজত্বের শেষ ভাগে এবং বারো ভূঁইয়াদের আর্বিভাবের সময়কালে পঞ্চগড়ের এ অঞ্চলে বাস করতেন মদন পাল বা মদন কুমার নামের ক্ষুদ্র কিন্তু প্রতাপশালী এক রাজা। তিনিই খনন করেন ময়দানদিঘী। দীঘিটি রাজার নামানুসারে ‘মদন এর দীঘি’ থেকে কালক্রমে ময়দানদীঘি নামে পরিচিতি লাভ করে। রাজা মদন কুমার গভীর তলদেশ পর্যন্ত পুকুর খনন করলেও যখন দিঘীতে পানি উঠলো না, তখন দীঘির পানির নিমিত্তে তিনি গঙ্গা পূজার আয়োজন করেন। তাতেও কাজ না হলে রাজমহিষী স্বপ্ন দেখেন, এক মাসের মধ্যে আরেকটি পুকুর খনন করতে হবে। সেই দ্বিতীয় পুকুরটিতে স্নান করে এবং কোদালগুলো ধুয়ে ওই কোদাল দিয়ে পুনরায় ময়দানদিঘী খনন করলে, মিলবে সমাধান। রাজা স্বপ্নের নির্দেশনা অনুসরণ করেন এবং অবশেষে পানিতে ভরে যায় ময়দানদিঘী। স্বপ্নের নির্দেশনায় খনন করা ঐ দ্বিতীয় পুকুরের নাম দেওয়া হয় ‘কোদাল ধোয়া পুকুর’। উল্লেখ্য যে,পঞ্চগড় জেলায় একাধিক বড় পুকুর বা দীঘির পাশে ‘কোদাল ধোয়া পুকুর’ নামের পুকুর রয়েছে। ময়দানদীঘি বাজারে ২০০ গজ পশ্চিমে মদন রাজার প্রাচীন ধ্বংসাবশেষ আজও (২০২৪) বিদ্যমান রয়েছে।

সমগ্র পঞ্চগড় জেলায় ময়দানদিঘী নিয়ে জনশ্রুতি আছে, ময়দানদিঘীতে জল দেবতার কাছে আবেদন জানালে বিবাহ বা অন্য অনুষ্ঠানে ব্যবহারের জন্য ভেসে উঠতো থালা-বাসন। অনুষ্ঠান শেষ হলে দিঘীতে ফিরিয়ে দিতে হতো সেই সব বাসনপত্র। একবার জনৈক এক ব্যক্তি যথাসময়ে বাসনপত্র ফেরত না দেয়ায় জল দেবতা এরপর থেকে বাসনপত্র দেওয়া বন্ধ করে দেন। ময়দানদিঘী নিয়ে আরেকটি কাহিনী প্রচলিত আছে, বিশাল এই জলাশয়ে আমাবস্যার রাতে পূর্ব থেকে পশ্চিম পাড়ে ভীষণ গর্জন করে ছুটে যেত এক বিশাল আকৃতির সাপ। স্থানীয় লোকজন সাপটিকে মনে করত জল দেবতা এবং তাঁরা জল দেবতার জন্য নিবেদন করতো গাভীর দুধ। সেই দুধ দিঘীর পানির সঙ্গে মিশে যেত না, ওই সাপ খেয়ে ফেলত সব দুধ। কিছু জনশ্রুতিতে সাপটিকে বিশাল আকারের শোল মাছ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

ময়দানদিঘী ইউনিয়নের জীবনযাত্রায় ঐতিহাসিক ময়দানদিঘী আজও নিজ স্বকীয়তা সমুজ্জ্বল। ঐতিহ্যগতভাবে অত্র এলাকার সাংস্কৃতিক, ধর্মীয়, খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন হয়ে আসছে ময়দানদিঘীর পাড়ে। শীতে প্রতিবছর ময়দানদিঘীতে ভিড় করে অতিথি পাখিরা। সাম্প্রতিক সময়ে পঞ্চগড় ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের উদ্যোগে দিঘীর পাশে একটি স্মৃতিসৌধ ও শিশুদের খেলার জন্য একটি মিনি শিশু পার্ক নির্মাণ করা হয়। স্মৃতিসৌধে এই অঞ্চলের শহীদদের নাম পাথরে খোদাই করে লেখা রয়েছে। …আরো পড়ুন পঞ্চগড়ের শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা | পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, বধ্যভূমি ও গণকবর

অবস্থানঃ পঞ্চগড়-এর বোদা উপজেলার পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে ময়দানদিঘী ইউনিয়নে ময়দানদিঘী অবস্থিত।

…আরো পড়ুন পঞ্চগড় জেলার দর্শনীয় স্থান সমূহ | Travel Tips | Accommodation | Tourist Spots


তথ্যসূত্রঃ পঞ্চগড় : ইতিহাস ও লোকঐতিহ্য । ড. নাজমুল হক
ছবিঃ গণ মিডিয়া ময়দানদিঘী
Last updated: 29 April 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn