ডাহুক টি রিসোর্ট – Dahuk Tea Resort

ডাহুক টি রিসোর্ট - Dahuk Tea Resort

ডাহুক টি এষ্টেট এন্ড কটেজ, বুড়াবুড়ি, তেতুলিয়া, পঞ্চগড়।

ম্যাপঃ Google Map
ফোন/মোবাইলঃ +880 1315-133866
ফেসবুকঃ Dahuk Tea Resort Facebook Page
ওয়েবসাইটঃ N/A

চা বাগানের প্রকৃত সৌন্দর্য অনুভব করতে চাইলে ডাহুক টি রিসোর্টে আপনাকে অবশ্যই আসতে হবে। প্রকৃতিকে অক্ষুন্ন রেখে প্রকৃতির মাঝে গড়ে উঠেছে ডাহুক টি রিসোর্ট। এখানে রয়েছে কটেজ এবং তাবুতে রাত্রিযাপনের ব্যবস্থা। ডাহুক টি রিসোর্টে সকাল হলেই পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে, চোখ মেললেই দেখতে পাবে বিস্তীর্ণ সবুজ চা বাগানের মাঝে মিষ্টি রোদের ছোঁয়া। সবুজ প্রকৃতির মাঝে, নিরব শান্ত পরিবেশে আধুনিক জীবনের অত্যাধুনিক সকল সুবিধা পাবেন ডাহুক টি রিসোর্টে।

ডাহুক টি রিসোর্টের সামনে যত দূর চোখ যায়, শুধু সবুজ চায়ের বাগান আর পেছনে নদী। রিসোর্টে তাবু বিছিয়ে রাত্রি যাপনের পাশাপাশি রয়েছে দৃষ্টিনন্দন কটেজ। দুই বিছানার বিলাসবহুল কটেজের প্রতিটি কামড়ায় রয়েছে অত্যাধুনিক সকল সুবিধা। সারাদিনের ভ্রমণ শেষে বাথটাবে শাওয়ার নেবার ব্যবস্থা রয়েছে কটেজগুলিতে।

তেঁতুলিয়া থানার বুড়াবুড়ি ইউনিয়নে প্রায় ১০০ একর জমির উপর ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় ডাহুক টি এস্টেট। পরবর্তীতে ২০২১ সালে ডাহুক এস্টেটের মাঝে তৈরি করা হয় ডাহুক টি রিসোর্ট। তেঁতুলিয়ায় ঘুরতে আসা বাইকার গ্রুপ এবংবাইকারদের আকৃষ্ট করতে ডাহুক টি রিসোর্ট-এর পরিচালক রাসিক ইরতেশাম-এর উদ্যোগে এবং তাঁর উদ্ভাবনী ধারণা থেকেই রিসোর্টটি তৈরি করা হয়েছিল। রাসিক ইরতেশাম নিজেও একজন বাইক প্রেমী এবং সময় পেলে ঘুরে বেড়ান দেশের নানা প্রান্ত। তাই বাইকররা ডাহুক টি রিসোর্টে পান বিশেষ সমাদর

ডাহুক টি রিসোর্টের মূল আকর্ষণঃ

  • চা বাগানের নয়নাভিরাম দৃশ্য
  • বাইকার এবং সাধারণ দর্শনার্থীদের প্রথম পছন্দ
  • তাঁবুতে রাত্রিযাপনের অভিজ্ঞতা
  • রিসোর্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা
  • আধুনিক কটেজ
  • বাথটাব
  • সুস্বাদু তিন বেলার দেশীয় বিভিন্ন খাবার প্যাকেজ
  • মাটির চুলায় রান্না করা খাবার
  • বার বি-কিউ এর ব্যবস্থা
  • ক্যাম্প ফায়ার
  • হ্যামক (দোলনা বিছানা)


কখন যাবেনঃ
আগষ্ট থেকে জানুয়ারী। চা বাগান দেখতে সারা বছর জুড়েই দর্শনার্থীদের ভিড় থাকলেও, চা বাগানের পাশাপাশি কাঞ্চনজংঘা দেখতে শীতকালে ডাহুক টি রিসোর্ট বেশি উপভোগ্য।

রুম ভাড়া ও খাবারের খরচঃ
(সর্বশেষ ডিসেম্বর ২০২৩ তথ্য অনুযায়ী)

  • ডাবল বেড রুম ৩৫০০ টাকা
  • তাবু ৬০০ টাকা (প্রতিদিন)। একটি তাবুতে সর্বোচ্চ দুইজন থাকতে পারবেন
  • দুপুর বা রাতের খাবারের জন্য প্রতিবেলা ৩০০ টাকা
  • দুইটি পরোটা ও কোয়ার্টার বারবিকিউ ২০০ টাকা
  • অন্যান্য খাবার জন্য আলাদা চার্জ প্রযোজ্য

 

অবস্থানঃ ডাহুক টি এষ্টেট এন্ড কটেজ, বুড়াবুড়ি, তেতুলিয়া, পঞ্চগড়। ডাহুক টি রিসোর্টটি পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার পথে বুড়োবুড়ি বাজার পার হয়ে ডাহুক ব্রিজের পূর্বে অবস্থিত।

কিভাবে যাবেনঃ পঞ্চগড়-তেতুলিয়া সড়কপথে বাসযোগে বুড়োবুড়ি বাজার স্টপেজে নেমে রিক্সা ভ্যানে ডাহুক ব্রিজের পূর্বে এগোলেই পৌঁছাতে পারবেন ডাহুক টি রিসোর্ট। Travel Tips | Accommodation | Tourist Spots

 


Last updated: 20 December 2023

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn