পঞ্চগড়ে তালমা নদীর পাড়ে অবস্থিত তালমা রাবার ড্যাম পার্ক দর্শনার্থীদের কাছে একটি আকর্ষণীয় স্থান। প্রতিদিন (প্রধানত গ্রীষ্মকালে) শত শত দর্শনার্থী তালমা নদীর মিঠা পানির স্রোত, মৎস্য অভয়াশ্রম আর রাবার ড্যাম্প-এর সৌন্দর্য উপভোগ করেন। পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায়, তালমা নদীর কোলঘেঁষে নির্মিত এবং অধুনা সংস্কারকৃত তালমা রাবার ড্যাম পার্ক।
তালমা রবার ড্যাম মূলত একটি সেচ প্রকল্প। এই প্রকল্পটিতে পঞ্চগড় সরকারি ট্যাকনিক্যাল কলেজ সংলগ্ন তালমা নদীতে রাবারের বাঁধ দিয়ে শুস্ক মৌসুমে পানি ধরে রেখে কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা হয়। যখন পানি ধরে রাখা হয় তখন খুব এলাকাটির পরিবেশ ও আশপাশ আকর্ষণীয় সুন্দর্যতা ধারণ করে। রাবার ড্যাম মৎস্য চাষের জন্যেও ভালো জায়গা।
২০০৬-০৭ অর্থবছরে পঞ্চগড় সদর উপজেলার তালমা নদীর তালমা এলাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০১৪ সালে প্রথমবার ড্যামটিতে ত্রুটি দেখা দিয়েছিল। দীর্ঘদিন পড়ে থাকার পরে ২০১৮ সালে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে ড্যামটি সংস্কার করা হয়। সাম্প্রতিক ২০২৪ সালে পঞ্চগড় উপজেলা নির্বাহী অফিসার জাকির আলীর উদ্যোগ ও পরিকল্পনায় পার্কের সৌন্দর্য বর্ধন করে স্থানটিকে আরো আকর্ষণীয় করা হয়।
…আরো পড়ুন হিমালয় বিনোদন পার্ক | পঞ্চগড় জেলার দর্শনীয় স্থান সমূহ | Travel Tips | Accommodation
অবস্থানঃ পঞ্চগড় শহর থেকে ৩ কিমি পূর্বে কামাত কাজলদিঘী ইউনিয়নে তালমা নদীর ওপর তালমা রাবার ড্যামটি অবস্থিত। টুনিরহাট যাওয়ার রাস্তায় তালমা বাজার এর পশ্চিম পাশ্বে স্থানীয়ভাবে জনপ্রিয় হিমালয় বিনোদন পার্ক এর পাশেই রাবার ড্যামটির অবস্থান।
…আরো পড়ুন পঞ্চগড় জেলার দর্শনীয় স্থান সমূহ | Travel Tips | Accommodation
তথ্যসূত্রঃ আবির হাসান ইভান
ছবিঃ ফাইয়াজ রাফিদ | আবির হাসান ইভান
Last updated: 16 March 2025