পঞ্চগড়ের অন্যতম ভারী শিল্প কারখানা এশিয়া ডিস্টিলারীজ। এ কারখানায় চিটাগুড় থেকে এলকোহল তথা রেকটিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট এবং সেনিটাইজার বা জীবাণুনাশক পণ্য উৎপাদিত হয়। এশিয়া ডিস্টিলারীজ-এ উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার সেরা মানের এবং ইথানল (ইথাইল অ্যালকোহল) বিশুদ্ধতায় ৯৬%। এখানে স্পিরিট উৎপাদনের কাঁচামাল সংগৃহীত হয় স্থানীয় চিনিকলসমূহ হতে। এশিয়া ডিস্টিলারীজ-এ বর্তমানে (২০১৮) ৯৯ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন।
পঞ্চগড়ের এই সুপ্রাচীন কারখানাটির মালিকানা ও নাম বেশ কয়েকবার পরিবর্তন হলেও এর অবকাঠামো একই রয়েছে। পঞ্চগড় সদরের পৌর এলাকার ধাক্কামাড়ায় ১৯৮০’র দশকে সর্বপ্রথম জাজ ডিষ্টিলারিজ নামে এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে জাজ ডিষ্টিলারিজ এর মালিকানা পরিবর্তন হলে কারখানাটির নামকরণ করা হয় মার্শাল ডিস্টিলারীজ, এবং সর্বশেষ মার্শাল ডিস্টিলারীজ মালিকানা পরিবর্তিত হলে কারখানাটির নামকরণ করা হয় এশিয়া ডিস্টিলারীজ। কারখানাটি বর্তমানে রাজ্জাক গ্রুপের মালিকানাধীন।
পঞ্চগড়ের এশিয়া ডিস্টিলারীজ সহ বাংলাদেশে মোট চারটি ডিস্টিলারী কারখানা রয়েছে, অন্য তিনটি কোম্পানি হলো রংপুরের রংপুর ডিস্টিলারীজ, নাটোরে যমুনা ডিস্টিলারীজ এবং দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি।
…আরো পড়ুন পঞ্চগড়ের শিল্প ও অর্থনীতি
Last updated: 29 June 2024