সর্দারপাড়া মসজিদ – Sardarpara Mosque

সর্দারপাড়া মসজিদ

আটোয়ারী, পঞ্চগড়।

ম্যাপঃ Google Map
ফোন/মোবাইলঃ N/A
ফেসবুক পেজঃ N/A
ওয়েবসাইটঃ N/A

সর্দারপাড়া মসজিদ আটোয়ারীর সর্দারপাড়া গ্রামে অবস্থিত মোঘল অলঙ্করণরীতির একটি উৎকৃষ্ট নিদর্শন। তিন গম্বুজ ছাড়াও এই মসজিদে রয়েছে মির্জাপুর মসজিদের অনুরূপ চারটি সুচিকন্ন, অনুচ্চ, গোলাকৃতির মিনার এবং পূর্ব ও পশ্চিম দেয়ালের মাঝ বরাবর আরো দুটি ক্ষুদ্র গোলাকৃতির অপেক্ষাকৃত নিচু মিনার বা টারেট। এই মসজিদের ভিতরে রয়েছে দুটি অভ্যন্তরীণ দেয়াল এবং প্রতিটি দেয়ালের মাঝখানে আছে প্রশস্ত ফাঁকা স্থান। মসজিদের বহিরভাবের দৈর্ঘ্য ২৫ ফুট এবং প্রস্থ ১৫ ফুট। কিন্তু ভেতরে মাত্র এক সারি মুসল্লী একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

সর্দারপাড়া মসজিদের প্রবেশপথ বা দরজা রয়েছে তিনটি। দরজাগুলো খিলান করা এবং অপ্রশস্ত হলেও মোটামুটি উঁচু। বিপরীতদিকে পশ্চিম দেয়ালের বহির্ভাগে পূর্বদিকের সমমাপের ও সমআয়তনের দরজার মত রয়েছে তিনটি অন্তঃপ্রবিষ্ট প্যানেল। মসজিদের বহির্ভাগে কোন মেহেরাব নেই। সর্দারপাড়া মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে টেরাকোটা নকশা খচিত ইটের ব্যবহার। ফুল ও লতাপাতায় অলংকৃত ১২ x ১২ ইঞ্চি স্ফীত ইট ব্যবহৃত হয়েছে মসজিদের ভিতরভাগের দেয়ালগুলোতে। এই মসজিদের দেওয়ালগুলোও ৪২ ইঞ্চি প্রশস্ত। উল্লেখ্য যে, মির্জাপুর, ছাপড়াঝাড় এবং সোল্টহরি মসজিদের দেয়াল গুলো ৪২ ইঞ্চি চওড়া। এই মসজিদটি দুই শতাধিক বছর পূর্বে অন্তমোঘল যুগে নির্মিত হয়েছিল বলে মনে হয়।

এই মসজিদের নির্মাতা সর্দারপাড়া নিবাসী কোন কোনো ধনাঢ্য ব্যক্তি। মোঘলরাজ্যের রাজস্বকর্মচারী কালু সর্দার পীরগঞ্জ থানার বিরহলি গ্রাম থেকে এই গ্রামে আগমন করেন। তাঁর নামেই এলাকাটির নামকরণ হয় সর্দারপাড়া। তিনি বা তাঁর বংশধরদের দ্বারা এই মসজিদটি নির্মিত হয়। উল্লেখ্য যে সর্দারপাড়ার চারিদিকে ছিল ইটের তৈরি প্রাচীর।

 

অবস্থানঃ সর্দারপাড়া গ্রাম, আটোয়ারী, পঞ্চগড়। Travel Tips | Accommodation | Tourist Spots


তথ্যসূত্রঃ পঞ্চগড় : ইতিহাস ও লোকঐতিহ্য | ড. নাজমুল হক
ছবিঃ Unknown Source
Last updated: 5 January 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn