২০২০ সালের ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড় থেকে আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা শুরু হয়। রাজশাহী ও পঞ্চগড়ের মধ্যে নতুন এই আন্তঃনগর ট্রেন সেবার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বাংলাবান্ধা এক্সপ্রেস (ট্রেন নং ৮০৩/৮০৪) পঞ্চগড় ও রাজশাহী জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২০ সালের ৫ই অক্টোবর ট্রেনটির নামকরণ করা হয়। পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থল বন্দরের নামের সাথে মিল রেখে ট্রেনটির নাম বাংলাবান্ধা এক্সপ্রেস রাখা হয়।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের উভয়পথে বিরতি স্টেশনগুলো হচ্ছে- আব্দুলপুর, নাটোর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁওরোড, রুহিয়া, কিসমত।
ট্রেনটির আসন দিনে ৫০৮টি এবং রাতে ৪৯৬টি। রাজশাহী-পঞ্চগড় পর্যন্ত উভয় দিকে ভাড়া সুলভ শ্রেণি ১৭০, শোভন শ্রেণি ২৮০, শোভন চেয়ার ৩৩৫, ফার্স্ট ক্লাস ৪৪৫, ফার্স্ট ক্লাস বার্থ ৬৬৫, স্নিগ্ধা ৫৫৫ (ভ্যাট ব্যাতিত), এসি সিট ৬৬৫ (ভ্যাট ব্যাতিত), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট+ বেডিং চার্জ ব্যাতিত)। বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের রাজশাহী থেকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সাপ্তাহিক বন্ধ শনিবার।
পঞ্চগড়সহ রংপুর বিভাগের ৮টি জেলা পূর্বে রাজশাহী বিভাগের অন্তর্ভূক্ত ছিল। তাই পঞ্চগড়সহ এ এলাকার মানুষের সাথে রাজশাহী যোগাযোগ দীর্ঘদিনের। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ এলাকার অনেক শিক্ষার্থী পড়াশুনা করতে যায়। পঞ্চগড়-রাজশাহী রেলপথে প্রথম রেলযোগাযোগ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন পঞ্চগড়ের সর্বস্তরের মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বক্তব্য রাখেন।
…আরো পড়ুন পঞ্চগড়ের অন্যান্য ঘটনা প্রবাহ
ছবিঃ বাংলাবান্ধা এক্সপ্রেস ফেসবুক পেজ
Last updated: 8 January 2024