পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন – Tea auction center in Panchagarh

২০২৩ সালের ২ সেপ্টেম্বর (শনিবার) পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন করা হয়। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে চা নিলাম কেন্দ্র উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সমতলে চায়ের ভূবন, পঞ্চগড়ে স্বাগতম স্লোগানে স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই নিলাম কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

চা চাষীদের কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, চা উৎপাদনকারীদের ব্যয় হ্রাস-এর উদ্দেশে নিলাম কেন্দ্র চালুর মাধ্যমে পঞ্চগড়ের চা চাষী ও চা উৎপাদনকারীদের দীর্ঘদিনের দাবী পূরণ হলো। অনলাইনে এ কেন্দ্রটির নিলাম পরিচালনা করা হবে। ২০২২ সালের ২৩ অক্টোবর পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয় সরকার। পঞ্চগড় থেকে ব্রোকার হাউজের জন্য সাতটি প্রতিষ্ঠান চা বোর্ডে আবেদন করে। সাতটি প্রতিষ্ঠান থেকে ২৪ জনকে চট্টগ্রামে চা বোর্ডের প্রধান কার্যালয়ে নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

উৎপাদনের দিক দিয়ে দেশের দ্বিতীয় চা অঞ্চল পঞ্চগড়। ২০০০ সালে পঞ্চগড়ে সমতল ভূমিতে চা চাষের শুরু হয়। তারপর ২০০৭ সালে ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং ২০১৪ সালে দিনাজপুর ও নীলফামারীতে চা চাষ শুরু হয়। সব মিলিয়ে উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় বর্তমানে নিবন্ধিত ৯টি, অনিবন্ধিত ২১টি বড় (২৫ একরের ওপরে) চা বাগান রয়েছে। এ ছাড়া এক হাজার ৭৪৫টি নিবন্ধিত ও ৮ হাজার ৬৭টি অনিবন্ধিত ছোট (২৫ একরের নিচে) চা বাগান রয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসে এ অঞ্চলে এক কোটি ৫০ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। এ বছরে এই চা অঞ্চল থেকে এক কোটি ৭০ লাখ কেজি উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্য অনুযায়ী উত্তরাঞ্চলে এ পর্যন্ত ১১ হাজার ৪৩৩ দশমিক ৯৪ একর জমিতে চা চাষ হয়েছে।

২০২২ সালে পঞ্চগড় জেলার ২৫ টি কারখানায় ১ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ছিল প্রায় ২৬০ কোটি টাকা। সাম্প্রতিক বছরগুলোতে (২০২০-২০২৪) দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড় ও পাশ্ববর্তী জেলাগুলোতে উৎপাদন হয়েছে। বাংলাদেশের চা উৎপাদনের ৬৫ শতাংশ চা সিলেট অঞ্চলে উৎপাদিত হয়। সেই সিলেট অঞ্চলে চায়ের নিলাম কেন্দ্র করতে সময় লেগেছে ১০০ বছর। কিন্তু পঞ্চগড় চা উৎপাদনের মাত্র ২০ বছরের মাথায় উত্তরবঙ্গের জন্য এখানে নতুন নিলাম কেন্দ্র প্রতিষ্ঠা করা হলো।

ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী। বেলা সোয়া ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে চা নিলাম কেন্দ্র উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে তিনি অডিটোরিয়ামে স্মল টি গার্ডেন পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র (অনলাইনভিত্তিক)-এর সৌজন্য নিলাম কার্যক্রমের উদ্বোধন করেন। সৌজন্য নিলামে সুপ্রিম টি লিমিটেডের তৈরি ২০০ কেজি চা নিলামে তোলা হয়। নিলামে ১৫ জন অংশ নেন। নিলামের নির্ধারিত দুই মিনিট সময়ের মধ্যে চৌধুরী এন্টারপ্রাইজ প্রতি কেজি তৈরি চা ৫৪৩ টাকা দরে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেয়। প্রথম দিনে হিমালয় ব্রোকার্স লিমিটেডের মাধ্যমে অনলাইনে নিলাম কার্যক্রম শুরু হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, চা-বিষয়ক সংগঠনটির সভাপতি আমিরুল হক খোকন ও প্রমুখ।

পরবর্তীতে, ২০২৩ সালের ৪ অক্টোবর পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্রে পূর্ণাঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়। পঞ্চগড় চেম্বার মিলনায়তনে অনলাইনে চায়ের এ নিলাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম অনলাইনে যুক্ত হয়ে এই নিলাম তদারকি করেন। স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনায় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিলামে উত্তরাঞ্চলের ৩ জন ব্রোকার এবং প্রায় ২৫ ক্রেতা নিলামে অংশ নেন। প্রথম দিনে ৪১৯ লটে উত্তরাঞ্চলের বিভিন্ন চা প্রক্রিয়াকরণ কারখানায় উৎপাদিত ১ লাখ ১৩ হাজার কেজি চা নিলামে বিক্রির জন্য তোলা হয়। তবে বিক্রি হয়েছে ৮৬ হাজার ৫০৮ কেজি চা। প্রতি কেজি চায়ের গড় বিক্রয়মূল্য ছিল ১৩২ দশমিক ৪৮ টাকা। নিলামে পঞ্চগড়ের এমএম টি এস্টেটের প্রতি কেজি তৈরি চা সর্বোচ্চ ২১২ টাকায় বিক্রি হয়। এ ছাড়া মলি টি ইন্ডাস্ট্রির প্রতি কেজি চা সর্বনিম্ন ১০২ টাকায় বিক্রি হয়েছে। একই দিনে সেই মৌসুমের মোট ১২টি নিলামের তারিখ ঘোষণা করে বাংলাদেশ চা বোর্ড

…আরো পড়ুন পঞ্চগড়ের অন্যান্য ঘটনা প্রবাহ


Last updated: 30 January 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Place: পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম, পঞ্চগড় সদর।

Date: 2023-09-02