শোল্টহরী মসজিদ – Sholtohory Mosque

শোল্টহরী মসজিদ
বোদা, পঞ্চগড়।

ম্যাপঃ Google map

শোল্টহরী মসজিদ পঞ্চগড় জেলার প্রাচীনতম মসজিদ। এই মসজিদ আটোয়ারী-বোদা সড়কের মধ্যবর্তী স্থানে আটোয়ারী ও ঠাকুরগাঁও উপজেলার সীমান্তের একটি নির্জন স্থানে অবস্থিত। শোল্টহরী মসজিদ নির্মাণ করেন সুধারু সাহা। এর নির্মাণকাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এর নকশা ও কাঠামোর ভিত্তিতে ধারণা করা হয় যে শোল্টহরী মসজিদটি সুলতানী আমলে নির্মিত। মসজিদটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মুগরাপাড়া মসজিদের অনুরূপ। মুগরাপাড়া এক গম্বুজ মসজিদটি সুলতানী আমলে ১৪৭৮ সালে নির্মিত হয়েছিল।

বর্গাকৃতির শোল্টহরী মসজিদে ১২ ফুট প্রস্থের দেয়াল রয়েছে, ভিতরে ইমাম দাঁড়ানোর জন্য নির্ধারিত মেহেরাব নেই। মসজিদদের প্রবেশদ্বারের উচ্চতা খুবই কম, মসজিদের ভিতরে প্রবেশের জন্য মুসুল্লিদের মাথা নিচু করতে হয়। মসজিদের অভ্যন্তরভাগ অত্যন্ত সংকীর্ণ হবার কারণে, একসাথে মাত্র ৫ জন নামাজ পড়তে পারে। উত্তর ও দক্ষিণ পাশের দেয়ালে ২ টি ছোট দরজা এবং অন্তঃপ্রবিষ্ট চারকোনা প্যানেল রয়েছে। চারটি দেয়ালই চারটি গোলাকার ক্ষুদ্র মিনার দ্বারা সংযুক্ত। পূর্ব ও পশ্চিম দিকের দেয়াল মধ্যবর্তী কোনো অন্তঃপ্রবিষ্ট প্যানেল নেই। সোল্টহরি মসজিদের সামনের চওড়া প্রাঙ্গনে একটি তোরণ রয়েছে। সময়ে সময়ে নির্মাণ বা পরিবর্ধনের জন্য তোরণটির মূল নকশার পরিবর্তিত হয়েছে। তোরণটি অতীতে সম্ভবত সুদৃশ্য ছিল, মসজিদের দেয়ালও ফুল এবংপাতার নকশায় অলংকৃত ছিল।

সম্ভবত অতীতের কোনো ভূমিকম্পের কারণে শোল্টহরী মসজিদের উচ্চতা অনেকটাই মাটিতে বসে গিয়েছে। মসজিদটি ২০০৭ সালে পুনর্নির্মাণ করা হয়। Travel Tips | Accommodation | Tourist Spots

অবস্থানঃ আটোয়ারী-বোদা সড়কের মধ্যবর্তী স্থানে, আটোয়ারী ও ঠাকুরগাঁও উপজেলার সীমান্তে।


তথ্যসূত্র ও ছবিঃ পঞ্চগড় জেলের ইতিহাস ও লোকসংস্কৃতি | ড. নাজমুল হক
Last updated: 25 December 2023

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn