মিরগড় কাঠের ব্রিজ – Mirgarh Wooden Bridge

মিরগড় কাঠের ব্রিজ
মিরগড়, পঞ্চগড় সদর, পঞ্চগড়।

ম্যাপঃ Google map

প্রাকৃতিক সৌন্দর্যের আধার পঞ্চগড়-এর সদরে অবস্থিত মিরগড় ওয়ার্ড। পঞ্চগড় যে পাঁচটি ঐতিহাসিক গড় নিয়ে গঠিত, মিরগড় তার একটি। ঐতিহ্যগতভাবে প্রসিদ্ধ মিরগড় বর্তমান সময়ে সুবিখ্যাত পাথর ও বালি শিল্পের জন্যে। সাম্প্রতিক সময়ে দর্শনার্থীদের কাছে মিরগড় আরো আকর্ষণীয় হয়ে উঠেছে এখানে করতোয়া নদীর উপরে নির্মিত দৃষ্টিনন্দন মিরগড় কাঠের ব্রিজ-এর কারণে। মিরগড় কাঠের ব্রিজে দাঁড়িয়ে প্রকৃতি প্রেমীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। করতোয়া নদীর দৃষ্টির সীমানায়, পশ্চিম আকাশে সূর্যাস্ত দেখা মিরগড় কাঠের ব্রিজের প্রধান আকর্ষণ।

সম্পূর্ণভাবে ব্যক্তি উদ্যোগে শুধুমাত্র কাঠ দিয়ে এবং পরবর্তীতে লোহার ফ্রেম ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে এই ব্রিজটি। করতোয়া নদীর দুই পাড়ের ধাক্কামাড়া ইউনিয়ন ও সাতমেরা ইউনিয়ন সংযুক্ত করেছে মিরগড় কাঠের ব্রিজ। ধাক্কামাড়া ইউনিয়ন ও সাতমেরা ইউনিয়নের দুই পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র সম্বলএই ব্রিজটির দৃষ্টিনন্দন রূপ, নদীর মনোরম পরিবেশ এবং পঞ্চগড় শহর থেকে কাছাকাছি অবস্থানের ফলে মিরগড় কাঠের ব্রিজ একটি জনপ্রিয় স্পট।

পথচারীরা পায়ে হেঁটে, সাইকেল কিংবা মোটরসাইকেল সহ ব্রিজটি পার হন। প্রত্যেককেই ব্রিজ ব্যবহারের জন্য দিতে হয় নির্ধারিত টোল। ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে পারাপারের সুযোগ রয়েছে। মিরগরের স্থানীয় জনৈক জনাব আব্দুল মতিন-এর ব্যক্তিগত উদ্যোগে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে বৃষ্টি স্থানীয়ভাবে ব্যবহারের জন্য তৈরি করা হলেও ধীরে ধীরে মানুষের আনাগোনা এবং দর্শনার্থীদের সংখ্যা বেড়ে গেলে ব্রিজটিকে পুনর্নির্মাণ করা হয়। পরবর্তীতে প্রতি বর্ষাকালে নদীর পানির তোরে ব্রিজটি ভেঙে গেলে লোহার ফ্রেম এবং কাঠ দিয়ে ব্রিজটি মজবুত করে নির্মাণ করা হয়। নদীর পাড়ে একটা বটগাছ আছে। গাছটির নিচে কাঠের মাচায় রয়েছে বসার ব্যবস্থা। নদীর অপর পাশে ভারত আর পাহাড়ের ঢালের মতো উঁচু-নিচু সবুজে মোড়ানো চা বাগান। বর্ষাকালে ব্রিজের সৌন্দর্য বৃদ্ধি পাবার কারণে, দর্শনার্থীদের ভিড় থাকে বেশি। পঞ্চগড় তথা মিরগড়ের ঐতিহ্যবাহী মিষ্টি টোপা মিরগড়ে আগত দর্শনার্থীদের কাছে আরেকটি আকর্ষণ।

অবস্থানঃ পঞ্চগড় সদর ধাক্কামারা ইউনিয়নের মিরগড় ওয়ার্ডে করতোয়া নদীর উপরে মিরগড় কাঠের ব্রিজ অবস্থিত। পঞ্চগড় শহরের জিরো পয়েন্ট হতে এর দূরত্ব ৫ কিমি।

…আরো পড়ুন পঞ্চগড় জেলার দর্শনীয় স্থান সমূহ | Travel Tips | Accommodation


Last updated: 1 May 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn