ফকিরগঞ্জে শহীদদের স্মরণে ৬ টি সড়ক – Roads in Memory of Martyrs

ফকিরগঞ্জে শহীদদের স্মরণে ৬ টি সড়ক
আটোয়ারী, পঞ্চগড়।

আটোয়ারীর কেন্দ্রস্থল ফকিরগঞ্জ বাজার সংযুক্তকারী ৬ টি সড়ক মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী ৬ জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তাঁদের নামে নামকরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে সন্মান জানিয়ে তাঁদের নামে অত্র এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

(১) শহীদ সৈয়দ আলীঃ ১৯৭২ সালের ৬ জানুয়ারি দিনাজপুরের মহারাজা স্কুল মাঠে সংগৃহীত বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ট্রাকে উঠানোর সময় একটি বোম ব্লাস্ট হলে অনেকের সাথে সৈয়দ আলী শহীদ হন। তাঁর স্মরণে ১৯৯০ সালে মির্জাপুরে শহীদ মুক্তিযোদ্ধা সৈয়দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফকিরগঞ্জ বাজার থেকে তড়েয়া পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ সৈয়দ আলী সড়ক।

(২) শহীদ নঈম উদ্দীনঃ মুক্তিযুদ্ধকালীন উত্তরাঞ্চলে পাকিস্তানি বাহিনীর সবচেয়ে অগ্রবর্তী ঘাঁটি অমরখানা যুদ্ধে নঈম উদ্দিন শহীদ হন। তাঁর স্মরণে ১৯৯৯ সালে বর্ষালুপাড়ায় শহীদ নঈম উদ্দিন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফকিরগঞ্জ বাজার থেকে বর্ষালুপাড়া পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ নঈম উদ্দীন সড়ক।

(৩) শহীদ তসলিম উদ্দীনঃ রেকি করার সময় মির্জাপুরে আটক এবং পরবর্তীতে ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে তসলিম উদ্দীন’কে হত্যা করা হয়। ফকিরগঞ্জ বাজার থেকে সুখ্যাতি বারঘাটি হাজী ছমির উদ্দিন স্কুল পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ তসলিম উদ্দীন সড়ক।

(৪) শহীদ আজিজুর রহমানঃ আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের নলপুকুরী গ্রামের বাসিন্দা আজিজুর রহমান নারায়ণগঞ্জে জুট মিলে চাকুরী করতেন। তিঁনি মুক্তিযুদ্ধের স্বপক্ষে কর্তব্যরত অবস্থায় ১৯৭১-এর এপ্রিল-মে মাসের কোন এক সময়ে শহীদ হন। তাঁর স্মরণে ১৯৯৪ সালে মির্জাপুরে শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফকিরগঞ্জ বাজার থেকে মির্জাপুর পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ আজিজুর রহমান সড়ক।

(৫) শহীদ আবুল কাশেমঃ রংপুরের সাদুল্লাপুরে যুদ্ধক্ষেত্রে আবুল কাশেম শহীদ হন। তাঁর স্মরণে আলোয়াখোয়া শহীদ আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফকিরগঞ্জ বাজার থেকে আলোয়াখোয়া পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ আবুল কাশেম সড়ক।

(৬) শহীদ আলিম উদ্দীনঃ আনসার ভিডিপি সদস্য ঠাকুরগাঁও সদরের গোয়ালপাড়া নিবাসী আলিম উদ্দীন বোধগাঁ, ধনতলায় ও আটোয়ারীর যুদ্ধে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। শহীদ আলিম উদ্দীনকে ভারতের থুকরাবাড়ীতে সমাহিত করা হয়। তাঁর স্মরণে ফকিরগঞ্জ বাজার থেকে গোয়ালদীঘি হয়ে রানীগঞ্জ পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ আলিম উদ্দীন সড়ক।

অবস্থানঃ আটোয়ারী উপজেলা সদরের কেন্দ্রস্থল ফকিরগঞ্জ বাজার সংযুক্তকারী ৬ টি সড়ক।

এছাড়াও ১৯৯৫ সালে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি মুক্তাঙ্গন নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে মুক্তাঙ্গনটি সংস্কার ও একটি স্মৃতিফলক স্থাপন করা হয়। স্মৃতিফলকে উল্লেখিত ৬ জন শহীদ মুক্তিযোদ্ধাকে স্মরণ করা হয়েছে।

…আরো পড়ুন পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, বধ্যভূমি ও গণকবর | পঞ্চগড়ের তালিকাভুক্ত শহীদ মুক্তিযোদ্ধাপঞ্চগড়ের সকল মুক্তিযোদ্ধাদের তালিকা


তথ্যসূত্রঃ আল ফরিদ । মুক্তিযুদ্ধে পঞ্চগড় – দাঁড়িয়ে আছি গৌরবে
ছবিঃ আটোয়ারী ফেইসবুক পেজ
Last updated: 23 April 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn