বেরং কমপ্লেক্স – Berang Complex

বেরং কমপ্লেক্স
তেঁতুলিয়া ডাকবাংলো, তেঁতুলিয়া, পঞ্চগড়।

ম্যাপঃ Google map

 

তেঁতুলিয়া ডাকবাংলো প্রাঙ্গণের পুরনো দুটি ভবনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নির্মিত অত্যাধুনিক এবং সুসজ্জিত বেরং কমপ্লেক্স একটি জনপ্রিয় কটেজ বা রেস্ট হাউস। তেঁতুলিয়া বাজারের পাস দিয়ে বয়ে যাওয়া বেরং নদীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে । প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার তেঁতুলিয়াকে আধুনিক, দৃষ্টিনন্দন ও পর্যটন মুখী করার লক্ষ্যে ২০১৯ সালের ৭ মে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগ ও সৃজনশীল পরিকল্পনায় সময়োপযোগী বেরং কমপ্লেক্স নির্মাণ করা হয়।

হিমালয়ের পাদদেশে তিন দিকে ভারত বিস্তৃত দেশের সর্ব উত্তরের উপজেলা তেতুলিয়া। তেতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের ২৪ টি গ্রামে রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কয়েক শত পরিবার। যার অধিকাংশই নিম্ন আয়ের। এ সকল বিশেষ এলাকার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও এখানকার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক সমৃদ্ধির লক্ষ্যে সরকারের সদিচ্ছায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি’র অংশ হিসেবে বেরং কমপ্লেক্স নির্মাণ করা হয়। এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই কটেজ থেকে অর্জিত অর্থ ব্যয় করা হয়।

তিনটি শতবর্ষী শিমুল গাছের নিচে, গ্রামবাংলার বসতভিটার আদলে এবং আধুনিকতার ছোয়ায় তৈরী করা হয়েছে বেরং কমপ্লেক্স। বেরং কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ভাষণ এর স্মৃতি সম্বলিত তথ্য ফলক এবং বিশ্বনন্দিত দুই মহানায়ক – আই হ্যাভ এ ড্রিম খ্যাত মার্টিন লুথার কিং জুনিয়র আর পৃথিবীর মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রতিবাদী কন্ঠ মহান বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারার স্তম্ভ নির্মাণ করা হয়েছে। কমপ্লেক্সে রয়েছে জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মের রেপ্লিকা।

নবনির্মিত কাঠের কটেজ।

বেরং কমপ্লেক্স প্রাঙ্গনের পাশেই একটি কাঠের কটেজ তৈরী করা হয়েছে। মনোরম পরিবেশের মাঝে কটেজের বেলকনি থেকে দেখা যায় মহানন্দার রূপ। নবনির্মিত এই কটেজটি তেঁতুলিয়া উপজেলা প্রশাসন দ্বারা পরিচালিত। উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে কাঠের কটেজটি ভাড়া নেওয়া যায়।

অবস্থানঃ বেরং কমপ্লেক্স তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ডাকবাংলোর পাশে অবস্থিত। তেঁতুলিয়া উপজেলা বাসস্ট্যান্ড হতে ১.৪ কিমি দূরত্বে তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়কের বাম পাশে বেরং কমপ্লেক্স-এর অবস্থান। Travel Tips | Accommodation | Tourist Spots

কখন যাবেনঃ বছরের যেকোনো সময়ে বেরং কমপ্লেক্স-এ আসতে পারেন। সীমান্তঘেঁষা মহানন্দা নদী সংলগ্ন অপরূপ সৌন্দর্যে লীলাভূমি নামে খ্যাত তেঁতুলিয়ায় সারাবছর দেশের বিভিন্ন স্থান থেকে হাজারও পর্যটকের আগমন ঘটে। বিশেষ করে শীতকালের শুরুতে (অক্টোবর-নভেম্বর)শীতের শেষে (ফেব্রুয়ারি-মার্চ) প্রাকৃতিক নৈসর্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে এবং চা বাগান ভ্রমণ বেশ জনপ্রিয়। বর্ষাকালে মহানন্দা নদীতে পানি থাকলে বেরং কমপ্লেক্স ও তেঁতুলিয়া ডাকবাংলোর সার্বিক দৃশ্য আরও বেশী মনোরম রূপ ধারণ করে। ডিসেম্বর-জানুয়ারীতে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে বেরং কমপ্লেক্সে অতিথির সংখ্যা বেশী থাকে।

কিভাবে যাবেনঃ পঞ্চগড় জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে ধাক্কামারা মোড় থেকে তেঁতুলিয়া যাওয়ার বাসে সহজেই তেঁতুলিয়া পৌঁছে যাবেন। তেঁতুলিয়া বাসস্ট্যান্ড হতে অটো ভ্যান ভাড়া নিলে বেরং কমপ্লেক্স ১০ মিনিটের পথ। তেঁতুলিয়ার বিভিন্ন স্থান বেড়ানোর জন্য পঞ্চগড় শহর থেকে গাড়ি ভাড়া করে যাওয়া ভালো। সারা দিনের জন্য এসব জায়গা ঘুরতে রিজার্ভ কারের ভাড়া ২৫০০-৩৫০০ টাকা। পঞ্চগড় কেন্দ্রীয় বাস স্টেশন এবং শহরের চৌরঙ্গী মোড়ে এসব ভাড়ার গাড়ি পাওয়া যাবে।

বেরং কমপ্লেক্স-এর রুম ভাড়া করার পদ্ধতিঃ তিনটি বিলাসবহুল রুম নিয়ে নির্মিত বেরং কমপ্লেক্স সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত। সরকারি চাকুরীজীবিগণ প্রাধান্য পাবার কারণে সরকারি ছুটির দিনগুলোতে অথবা সপ্তাহান্তে প্রায়ই বেরং কমপ্লেক্স খালি থাকে না। ডাকবাংলো সম্পর্কে ভালোভাবে জানতে চাইলে কেয়ারটেকারের (+88 0171 462 4206) সাথে যোগাযোগ করতে পারেন। বেরং কমপ্লেক্সে অতিথিদের গাড়ি পার্কিং এর সুবিধা রয়েছে।

 


ছবিঃ আব্দুল্লাহ আল ওয়াসিব
Last updated: 25 December 2023

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn