মার্শাল ডিস্টিলারীজ – Marshall Distilleries

মার্শাল ডিস্টিলারীজ ১৯৯৪ সালে পঞ্চগড় সদর জেলার ধাক্কামারা ইউনিয়নে স্থাপিত হয়। মার্শাল ডিস্টিলারীজ-এ চিটাগুড় থেকে রেকটিফাইড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিট উৎপাদিত হয়। স্পিরিট উৎপাদনের কাঁচামাল সংগৃহীত হয় দেশীয় চিনিকলসমূহ হতে। এ কারখানায় বর্তমানে (২০১৮) ৯৯ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। মার্শাল ডিস্টিলারীর প্রধান কার্যালয় ৬১ কাকরাইল, রমনা, ঢাকায় অবস্থিত।

বাংলাদেশে চারটি ডিস্টিলারী কারখানা রয়েছে, যেখানে রেক্টিফাইড স্পিরিট তৈরি করা হয়। এগুলো হলো পঞ্চগড়ের মার্শাল ডিস্টিলারীজ, রংপুরের রংপুর ডিস্টিলারীজ, নাটোরে যমুনা ডিস্টিলারীজ এবং দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি। …আরো পড়ুন পঞ্চগড়ের শিল্প ও বাণিজ্য

 


Last updated: 6 January 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

মার্শাল ডিস্টিলারীজ

কারখানাঃ ধাক্কামারা ইউনিয়ন, পঞ্চগড় সদর।
প্রধান কার্যালয়ঃ ৬১ কাকরাইল, রমনা, ঢাকা।