পঞ্চগড় সদর উপজেলাধীন অমরখানা ইউনিয়নের দশমাইল বাজারের পুর্বে চাওয়াই নদীর তীরে চাওয়াই ব্রিজ সংলগ্ন মুক্তাঞ্চল এলাকার সূচনাবিন্দুতে, তেঁতুলিয়া মুক্তাঞ্চলকে মুখ্য করে, পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক স্থাপন করা হয়েছে। যেখানে পঞ্চগড়ের ৫টি গড়ের ইতিহাসকে ধারণ করে ৫টি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন গোলঘড় নির্মাণ করে প্রতিটি গোলঘড়কে গড়সমুহের নামাংকিত করা হয়েছে। পার্কে একটি মানচিত্রে মুক্তাঞ্চল ও গড়সমূহের অবস্থান চিত্রায়িত করা আছে। পঞ্চগড় মুক্তাঞ্চল পার্কের মূল আকর্ষণ I ♥️ PANCHAGARH স্থাপনাটি দেখে সারাদেশ থেকে আগত পর্যটকগণ পঞ্চগড়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের পাশাপাশি স্মৃতি ধারণ এবং মুক্তাঞ্চল-এর ইতিহাস সম্পর্কে জানতে পারেন। চাওয়াই নদীর কোল ঘেঁষে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বাধ মুক্তাঞ্চল পার্কের সৌন্দর্য বৃদ্ধি করেছে। মুক্তাঞ্চল পার্কের সন্নিকটে চাওয়াই ব্রিজের অপরপাশে রয়েছে ঐতিহাসি ১৯৭১ মুক্তাঞ্চল ফলক।
মুক্তিযুদ্ধের সময় ৬ নং সেক্টরের অধীনে ছিল পঞ্চগড় জেলা। পঞ্চগড় সদর উপজেলা থেকে তেঁতুলিয়াগামী মহাসড়কে ভারত ও বাংলাদেশে প্রবাহিত চাওয়াই নদীর উপর নির্মিত অমরখানা ব্রিজ/সেতু ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ায় পাকবাহিনী পঞ্চগড় সদরের কিছু অংশ এবং তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। ফলে, মুক্তিযুদ্ধের পুরো সময়টা তেঁতুলিয়া ছিল মুক্তাঞ্চল। মুক্তিযুদ্ধের সময়কালে তেঁতুলিয়া উত্তরাঞ্চলের একমাত্র মুক্তাঞ্চল হিসেবে সারাবিশ্বে পরিচিতি লাভ করে। মুক্তাঞ্চল তেঁতুলিয়ার মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল কার্যক্রম ছিল তেঁতুলিয়া ডাকবাংলো কেন্দ্রিক। মুক্তিযুদ্ধে তেঁতুলিয়া ছিল ৬ নম্বর সেক্টরের অধীনে; ৬/ক সাব সেক্টরের হেডকোয়ার্টার। ৬/ক সাব-সেক্টরের সিভিল অ্যাডভাইজার সিরাজুল ইসলামের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে তেঁতুলিয়া ডাকবাংলোয় বসে সভা ও ৬ নম্বর সেক্টরের যাবতীয় পরিকল্পনা করতেন মন্ত্রী-কর্মকর্তারা ও মুক্তিযোদ্ধারা।
পঞ্চগড় জেলার ইতিহাস ও ঐতিহ্যকে পর্যটনের সাথে সমন্বয় করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিখ্যাত পঞ্চগড়ের তেঁতুলিয়া মুক্তাঞ্চল পঞ্চগড়ের সদর উপজেলার কিয়দংশ ও সম্পুর্ণ তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত ছিল। মহান মুক্তিযুদ্ধের প্রথম দিকে পাক হানাদার বাহিনী বাংলাদেশের অনেক জনপদ দখল করে নিলেও মূলত দুর্গমতার ও ভারত সীমান্তবর্তী কিছু জনপদে পৌঁছাতে পারেনি। মুক্তিযুদ্ধ চলাকালে এ এলাকাগুলো পরিচিত ছিল মুক্তাঞ্চল নামে। অবরুদ্ধ বাংলাদেশ থেকে এসব এলাকায় মুক্তিকামী মানুষ ভিড় করেছে। গড়ে উঠেছিল শরণার্থী অভ্যর্থনা ও মুক্তিযোদ্ধা প্রশিক্ষণকেন্দ্র, হাসপাতালসহ অন্যান্য সেবাকেন্দ্র।
অবস্থানঃ পঞ্চগড় মুক্তাঞ্চল পার্কটি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের অমরখানা এলাকার চাওয়াই নদীর ব্রিজের পাশে অবস্থিত।
পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ২০২৩ সালের ১৩ জুলাই পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক উদ্ভোধন করেন। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল হক-এর পরিকল্পনায় ও তত্ত্বাবধানে, পঞ্চগড় জেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় এবং অমরখানা ও সাতমেরা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক নির্মাণ করা হয়।
…আরো পড়ুন পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, বধ্যভূমি ও গণকবর | মুক্তাঞ্চল তেঁতুলিয়া | পঞ্চগড়ের দর্শনীয় স্থান সমূহ
তথ্যসূত্রঃ নজরুল ইসলাম
Last updated: 24 April 2024