পঞ্চগড় জেলায় একমাত্র বাণিজ্যিকভাবে নির্মিত হিমালয় বিনোদন পার্ক পঞ্চগড়ের সংস্কৃতি ও আনন্দ বিনোদনের ইতিহাসে যোগ করেছে নতুন মাত্রা। প্রকৃতির নির্মল বাতাস আর সবুজে ঘেরা পরিবেশে পঞ্চগড় জেলা শহরের নিকটবর্তী টুনিরহাট সড়কের তালমা বাজারের পাশে তালমা নদীর কোল ঘেঁষে প্রকৃতির ছোঁয়ায় প্রায় সাড়ে আট একর জমির উপরে বাগান, বিনোদন পার্ক, ভবন ও আকর্ষণীয় বিভিন্ন রকমের রাইড নিয়ে গড়ে তোলা হয়েছে হিমালয় বিনোদন পার্ক। ২০১৭ সালের ২৬ মে প্রতিষ্ঠিত হিমালয় বিনোদন পার্ক স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এবং পঞ্চগড়ে আগত প্রচুর সংখ্যক পর্যটক ও দর্শনার্থীগণ এখানে ঘুরতে আসেন। খোলামেলা পরিবেশের হিমালয় বিনোদন পার্ক পিকনিক স্পট হিসেবেও বেশ জনপ্রিয়।
মূল আকর্ষণঃ হিমালয় বিনোদন পার্কটি শিশুদেরকে প্রাধান্য দিয়ে তৈরী করা হলেও পার্কে পরিবারের সকল সদস্যের নিয়ে আড্ডা দেওয়া, মজা করা জন্য খুবই আনন্দদায়ক একটি স্থান। পার্কের ভিতরে আরবরিকালচারের কৃত্রিম কারুকাজ সকলের নজর কাড়ে।
- সবুজের সমারোহ, বিভিন্ন রকমের গাছ, রংবেরঙের ফুল।
- জিরাফ, ঘোড়া, বক, দোয়েল পাখি, হাতি, কচ্ছপ সহ বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি।
- সুইমিং পুল।
- নাগরদোলা।
- ওয়াটার বোট রাইড।
- বোট সুইং রাইড।
- টয় ট্রেন রাইড।
- ঝুলন্ত দোলনা রাইড।
- হেলিকপ্টার রাইড।
- ঘোড়া রাইড।
- বাচ্চাদের খেলাধুলার জন্য সুইং, স্লাইডার, খোলা মাঠ।
- তলমা নদীর তীরে বসে নদীর সৌন্দর্য উপভোগ এবং নদীতে সূর্যাস্ত দেখার সুবেবস্থা।
- মিনি রেস্তোরাঁ ও দোকান।
- স্কুল, কলেজের বার্ষিক বনভোজন।
- কমিউনিটি সেন্টার।
- বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ এবং অন্যান্য প্যাকেজ অনুষ্ঠান করার সুবিধা।
- অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাবসায়ীক আলোচনার স্থান।
- আমবাগান।
প্রবেশ ফিঃ প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে ৫০ টাকা। ২ বছর বয়সের ছোট বাচ্চাদের প্রবেশ ফি নেই। প্রত্যেকটি রাইড এর জন্য আলাদা টিকিটের ব্যবস্থা রয়েছে। প্রতিটি রাইডের জন্য জনপ্রতি ফি ২০ টাকা। …ফেব্রুয়ারী ২০২৪ সালের তথ্য অনুযায়ী।
পার্কার ভিতরে দলগতভাবে প্রবেশ অথবা যাত্রীসহ যানবাহন প্রবেশের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে যানবাহনের আকার ও যাত্রী সংখ্যার ভিত্তিতে ফি ধারণ করা হয়। বনভোজনের মাঠ ব্যবহার এবং সাউন্ড সিস্টেমে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের জন্য আলাদা ফি রয়েছে। যানবাহনগ্যারেজে রাখতে হলে গ্যারেজ চার্জ প্রযোজ্য হবে।
কখন যাবেনঃ হিমালয় বিনোদন পার্ক প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে।
অবস্থানঃ হিমালয় বিনোদন পার্ক পঞ্চগড় টুনিরহাট সড়কের তালমা বাজারের পাশে রাভার ড্যাম এর পাশে অবস্থিত। পঞ্চগড় শহর থেকে এর দূরত্ব ৩ কিঃ মিঃ।
কিভাবে যাবেনঃ পঞ্চগড় শহর থেকে ইজিবাইক বা অটো রিক্সা নিয়ে খুব সহজেই পৌঁছাতে পারবেন হিমালয় বিনোদন পার্কে। …Travel Tips | Accommodation | Tourist Spots
পার্কের নির্দেশাবলীঃ হিমালয় বিনোদন পার্কে সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তার উদ্দেশ্যে কিছু সাধারণ নির্দেশাবলী রয়েছে।
- গাছের ডাল ভাঙ্গা, পাতা ও ফুল ছেঁড়া নিষেধ।
- পার্কের ভিতর কোন প্রকার অসামাজিক কাজ থেকে বিরত থাকতে হবে।
- স্কুল ও কলেজের পোশাক পরে পার্কে প্রবেশ নিষেধ।
- নিরাপত্তার জন্য পার্কের কিছু এলাকা সিসি ক্যামেরা আওতাভুক্ত রয়েছে।
- কোন প্রকার অভিযোগ থাকলে পার্ক কর্তৃপক্ষকে জানাতে হবে।
ছবিঃ Source unknown
Last updated: December 28, 2023