আটোয়ারী ইমামবাড়া – Atwari Imambara

আটোয়ারী ইমামবাড়া - Atwari Imambara

গ্রামঃ মির্জাপুর, ইউনিয়নঃ মির্জাপুর, উপজেলাঃ আটোয়ারী , পঞ্চগড়।
(মির্জাপুর শাহী মসজিদ থেকে ২০০ গজ দক্ষিণ-পূর্বে)

আটোয়ারী ইমামবাড়া পঞ্চগড়-এর আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মির্জাপুর গ্রামে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। অপূর্ব স্থাপত্যশৈলীর এই ইমামবাড়াটি মির্জাপুর ইমামবাড়া এবং স্থানীয়ভাবে হোসেনী দালান নামেও পরিচিত। ঐতিহাসিক আটোয়ারী ইমামবাড়ার বয়স ৫০০ বছর অতিক্রম করেছে বলে স্থানীয়রা মনে করেন। আটোয়ারী ইমামবাড়ার নির্মাণকারী ও নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ইমামবাড়া শব্দের আক্ষরিক অর্থ ইমামের বাড়ি, কিন্তু ইসলামিক স্থাপত্যকলায় ইমামবাড়া হলো শিয়া মিলনায়ত বা শিয়া মুসলিম সম্মেলন ভবন। মির্জাপুর গ্রামের স্থানীয়রা জানান, আটোয়ারী ইমামবাড়া কোনো উপানসালয় (মসজিদ) নয়, তবে এখানে নামাজ আদায়, মিলাদ মাহফিল করা হতো। ইমামবাড়ার ভেতরের কক্ষে মুসলমানদের ধর্মীয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হতো। মির্জাপুর ইমামবাড়া বর্তমানে (২০২৪) অব্যবহার্য ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

লাল পোড়ামাটির ইটের তৈরী আটোয়ারী ইমামবাড়া এক গম্বুজবিশিষ্ট। আয়তাকার দক্ষিণমুখী ইমামবাড়ার মূল কক্ষের ভেতরে রয়েছে আরো একটি বর্গাকার ছোট কক্ষ যার দরজা পূর্বমুখী। এই কক্ষের চারিদিকে রয়েছে ১.৩৫ মি. প্রসস্থ বারান্দা। বারান্দার প্রতিটি দেয়ালে অর্ধবৃত্তাকার খিলানযুক্ত ৩টি করে প্রবেশদ্বার এবং মূল কক্ষের বহিঃদেয়ালে ৪টি করে মোট ১৬টি কুলঙ্গি রয়েছে। ইমামবাড়া-এর প্রবেশপথে পূর্ব দিকে একটি তোরণ এবং তোরণের ডানদিকে ৫টি বাঁধানো কবর রয়েছে। কবরগুলি সম্পর্কে সঠিক কোনো তথ্য না থাকার কারণে কিছুটা রহস্যেরও জন্ম দেয়। ইমামবাড়াটির চারপাশে বেশ প্রশস্থ ও সমগ্র ইমামবাড়াটি ইটের নিচু প্রাচীর দ্বারা পরিবেষ্টিত।

আটোয়ারী ইমামবাড়া বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর-এর তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হলেও বর্তমানে (২০২৪) জরাজীর্ণ ও অসংরক্ষিত হিসেবে পড়ে রয়েছে

অবস্থানঃ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর নামক গ্রামে অবস্থিত মির্জাপুর শাহী মসজিদ থেকে ২০০ গজ দক্ষিণ-পূর্বে আটোয়ারী ইমামবাড়া অবস্থিত।

কিভাবে যাবেনঃ পঞ্চগড় জেলা শহর থেকে সড়কপথে আটোয়ারী ইমামবাড়ার দূরত্ব ১৮ কিমি। পঞ্চগড় সেন্ট্রাল বাস স্ট্যান্ড হতে পঞ্চগড়-আটোয়ারী রুটে লোকাল বাসে আটোয়ারি উপজেলার মির্জাপুর বাজার স্টপেজ। আটোয়ারী থেকে বাসযোগে মির্জাপুর বাজার ৬ কিমি। মির্জাপুর বাজার থেকে পূর্ব দিকে রাস্তায় গ্রামের ভিতরের দিকে রিক্সা বা ভ্যানযোগে ১ কিমি গেলেই মির্জাপুর শাহী মসজিদ হতে ২০০ গজ সামনেই আটোয়ারী ইমামবাড়া। Travel Tips | Accommodation | Tourist Spots

 


ভিডিওঃ 100 Billion Happiness YouTube Channel
Last updated: 24 January 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn