রসেয়া ট্রেডিং এন্ড ব্যাংকিং কোং লিমিটেড – ROSHEYA TRADING & BANKING CO. LTD.

দেশের সুদূর উত্তর-পশ্চিম কোণে অবস্থিত পঞ্চগড় জেলার নিভৃত এক পল্লী রসেয়া। জনবিরল এই পল্লীতেই শতবর্ষ পূর্বে স্থাপন করা হয় কর্পোরেট ব্যাংক রসেয়া ট্রেডিং এন্ড ব্যাংকিং কোং লিঃ । রসেয়ার স্থানীয় এক সম্ভ্রান্ত পরিবারের কীর্তিমান পুরুষ খান সাহেব আমীরুদ্দীন সরকার ১৯২০ খ্রিষ্টাব্দে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রসেয়া গ্রামে এই ব্যাংকটি প্রতিষ্ঠা করেন। খান সাহেব আমীরুদ্দীন সরকার ছিলেন নামকরা জমিদার, সমাজসেবক ও দানশীল ব্যক্তি। তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের মহানায়ক নায়ক রহমান-এর দাদা।

ঐতিহাসিকভাবে জনবিরল অঞ্চল বলে খ্যাত পঞ্চগড়। সুদূর পঞ্চগড়ের নিভৃত রসেয়া পল্লীতে এই অঞ্চলে ব্যবসা বানিজ্যের ঊষালগ্নে, শতবর্ষ পূর্বে স্থাপন করা ব্যাংকের কর্পোরেট অফিসটি অত্র অঞ্চলের সমৃদ্ধ অর্থনৈতিক অতীতকেই চিত্রিত করে।

বর্তমান পঞ্চগড় হতে গোয়ালপাড়া হয়ে সোজা পশ্চিমে ভারত সীমান্তে নাগর নদী পর্যন্ত যে সড়কটি রয়েছে, এক সময় এই সড়কটি রাজার সড়ক নামে পরিচিত ছিল। আটোয়ারী থানার উত্তর-পশ্চিমাঞ্চল ধামোর, তোড়েয়া ও মীর্জাপুর এর ব্যবসায়ীগণ রাজার সড়ক হয়ে দাসপাড়া হাট ও ইসলামপুরে ব্যবসা-বাণিজ্য করত। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফতেহপুর ও গিরাগাঁও এর পশ্চিমাঞ্চলে বন-জঙ্গলে আচ্ছাদিত রাজার সড়কে ব্যবসায়ী ও সাধারণ লোকেরা চোর-ডাকাতের দ্বারা বারংবার আক্রান্ত হতে থাকে এবং কয়েকটি ডাকাত দল বনাঞ্চলে স্থায়ীভাবে আস্তানা গড়ে তোলে। ব্রিটিশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে এ অবস্থার কথা আনা হলে ১৯০৩ সালে আটোয়ারী থানা স্থাপন করা হয়। এর মাত্র ১৮ বৎসর পর স্থাপন করা হয় রসেয়া ট্রেডিং এন্ড ব্যাংকিং কোং লিঃ।

বর্তমানে রসেয়া ট্রেডিং এন্ড ব্যাংকিং কোং-এর কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির নামফলকে উল্লেখ রয়েছে ব্যাংকের প্রতিষ্ঠাতা জনাব খান সাহেব আমীরুদ্দীন সরকার-এর নাম এবং প্রতিষ্ঠাকাল ১৯২০ খ্রিষ্টাব্দ। উক্ত ভবনে খান সাহেব আমীরুদ্দীন সরকার-এর স্মৃতির সম্মানে ১৯৫৩ খ্রিষ্টাব্দে খান সাহেব আমীরুদ্দীন গ্রন্থাগার ও মিউজিয়াম নির্মাণ করা হয়।

অবস্থানঃ রসেয়া ট্রেডিং এন্ড ব্যাংকিং কোং লিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামে নায়ক রহমান-এর বসত ভিটায় অবস্থিত। আটোয়ারী উপজেলা সদর হতে ব্যাংকের মূল ভবনটির দূরত্ব ৭কিমি। Travel Tips | Accommodation | Tourist Spots

কিভাবে যাবেনঃ আটোয়ারী উপজেলা সদর থেকে আটোয়ারী-বোদা সড়ক দিয়ে অটো-রিক্সায় ২০ মিনিটের পথ।

…আরো পড়ুন পঞ্চগড়ের শিল্প ও বাণিজ্য

 


ছবিঃ তপন রায়
Last updated: 13 March 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

রসেয়া ট্রেডিং এন্ড ব্যাংকিং কোং লিমিটেড
রসেয়া, আটোয়ারী, পঞ্চগড়।

ম্যাপঃ Google map