২০১৩ সালের ২৯ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ময়নামতির চরে অনুষ্ঠিত হয় ১০ম জাতীয় রোভার মুট ও ৫ম জাতীয় কমডেকা। উক্ত সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ ক্যাম্পে দেশের ৬৪ টি জেলার ৬৩৯ টি ইউনিটের ৭ হাজারেরও বেশি স্কাউট ও রোভার অংশগ্রহণ করেন। প্রতিপাদ্য ছিল শান্তি ও উন্নয়নে স্কাউটিং। সরকারি পরিকল্পনার আওতায় ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে এই মুট ও কমডেকার আয়োজন করা হয়।
স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী বিস্তৃত। অংশগ্রহণকারীরা স্কাউট আন্দোলন শিক্ষা গ্রহণের পাশাপাশি পরিপূর্ণভাবে নিজেকে দক্ষ করে গড়ে তুলে। এর মাধ্যমে ছোটবেলা থেকে ছেলেমেয়েরা ধাপে ধাপে আত্মনির্ভরশীল এবং সেবার ব্রত নিয়ে বেড়ে ওঠে। প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রায়োগিক শিক্ষা গ্রহণ করে। দেবীগঞ্জের ময়নামতির চর, তথা দেশের প্রত্যন্ত এলাকায় সমাজ উন্নয়ন ক্যাম্প বা কমডেকা’র আয়োজনের ফলে স্থানীয় জনসাধারণ উপকৃত হবার পাশাপাশি অংশগ্রহণকারীগণও দেশের বিভিন্ন এলাকার স্থানীয় পরিবেশ ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায়। দেবীগঞ্জ সুযোগ সুবিধার আলোকে প্রোগ্রামে সময়োপযোগী শিক্ষণীয় বৈচিত্রময়, উদ্দীপনামূলক ১৩টি চ্যালেঞ্জ উপস্থাপনা করা হবে। দেবীগঞ্জ মুট ও কমডেকায় স্কাউটগণ শিক্ষা, খাদ্য, নিরাপদ পানি, স্যানিটেশন, শিশু ও মাতৃ স্বাস্থ্য, উন্নত চুলা, বায়োগ্যাস সহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও দক্ষতাও বৃদ্ধিতে কাজ করে। বনাঞ্চল সম্পর্কে জানা, বন ও গাছের উপকারিতা অনুধাবন এবং এর রক্ষণাবেক্ষণে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দেবীগঞ্জ সমাবেশের ভিলেজ ও সাব ক্যাম্পগুলোর নাম রাখা হয় বনাঞ্চল ও ঔষধী গাছের নামে।
৩১ জানুয়ারি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে সকাল ১১টার দিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ময়নামতির চরে পৌঁছে সেখানে আয়োজিত দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম জাতীয় কমডেকার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। একই দিনে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় চিনিকল মাঠে এক জনসভায় ভাষন দেন। এ উপলক্ষে চিনিকল মাঠে তৈরি করা হয় এক বিশাল মঞ্চ। পঞ্চগড়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডায়াবেটিক হাসপাতাল, ২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার গ্রিড স্টেশন, বাংলাবান্ধা থেকে পঞ্চগড় পর্যন্ত ৬০ কিমি জাতীয় মহাসড়ক, পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত ডুয়েল গেজ রেললাইনের উন্নয়ন কাজসহ তেঁতুলিয়ায় আবহাওয়া অধিদপ্তরের নতুন ভবনের প্রতীকি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
…আরো পড়ুন পঞ্চগড়ের অন্যান্য ঘটনা প্রবাহ
Last update: 28 May 2024