বঙ্গবন্ধুর পঞ্চগড় সফর – Bangabandhu visits Panchagarh

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনবার পঞ্চগড়ে এসেছিলেন। পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমন এ অঞ্চলের মানুষের মধ্যে স্বাধিকার ও সামরিক শাসন শোষণ হতে মুক্তির স্বপ্ন দেখায়।

  • বঙ্গবন্ধু প্রথমবার পঞ্চগড়ে আসেন ১৯৬৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায়।
  • বঙ্গবন্ধু দ্বিতীয়বার পঞ্চগড়ে আসেন ১৯৬৯ সালে এক কর্মী সম্মেলনে অংশ নিতে, এবং
  • তিনি সর্বশেষ ১৯৭০ সালে নির্বাচনের প্রচারণায় পঞ্চগড়ে এসেছিলেন।


প্রথমবার
 বঙ্গবন্ধু পঞ্চগড়ে আসেন ১৯৬৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে। ১৯৬৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে এক সংক্ষিপ্ত সফরে ফাতেমা জিন্নাহ (COP – Combined opposition Party) এর পক্ষে নির্বাচনী প্রচারণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ তর্কবাগীশ পঞ্চগড় এসেছিলেন। বঙ্গবন্ধু সকালে জিপে করে দিনাজপুর থেকে পঞ্চগড়ে আসেন এবং সেই সময়ে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব কমরুদ্দিন আহমেদের কাঠের দোতলা বাড়ি থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। পরে শেরে বাংলা পার্কে প্রায় ৫০০ লোকের উপস্থিতিতে ফাতেমা জিন্নাহ’র পক্ষে নির্বাচনী বক্তৃতা করেন। সভা শেষে বিকালে তিনি দিনাজপুরের উদ্দেশ্যে পঞ্চগড় ত্যাগ করেন।

দ্বিতীয়বার বঙ্গবন্ধু পঞ্চগড়ে আসেন ১৯৬৯ সালে কর্মী সম্মেলনে বঙ্গবন্ধু ১৯৬৯ সালের ১০ই অক্টোবর শুক্রবার বেলা পাঁচটায় মোটর যোগে সৈয়দপুর থেকে দিনাজপুরে প্রবেশ করেন এবং তিনি রানীর বন্দর ও দশমাইলে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।

১১ই অক্টোবর বঙ্গবন্ধু দিনাজপুর সদর, ফুলবাড়ী, আমবাড়ী এবং মোহনপুরে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন। ১২ অক্টোবর রবিবার বঙ্গবন্ধু মোটর গাড়িতে সড়ক পথে বীরগঞ্জ, ঠাকুরগাঁও বোদা ও ময়দানদিঘিতে কর্মী সম্মেলন শেষে বিকেল চারটায় পঞ্চগড় আওয়ামী লীগ কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমরুদ্দিন অ্যাডভোকেট সাহেবের বাসভবনের পাশে আলোছায়া সিনেমা হলে আয়োজিত জনসমাবেশে ভাষণ দেন। বঙ্গবন্ধুর সঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় নেতা তাজউদ্দিন আহমেদ, এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন এম মনসুর আলী, আব্দুর রউফ (ডোমার), এম আব্দুর রহিম (দিনাজপুর), অধ্যাপক ইউসুফ আলী (বিরল), কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রমিজ উদ্দিন, পাবনা আওয়ামী লীগ নেতা আহমদ রফিক ও প্রমুখ নেতৃবৃন্দ। ঐ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমরুদ্দিন আহমেদ, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও এস এম নুরুল হক।

তৃতীয়বার ১৯৭০ সালে নির্বাচনের প্রচারণায় বঙ্গবন্ধুর পঞ্চগড়ে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের নির্বাচনের আগে সেপ্টেম্বরের শেষের দিকে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে পঞ্চগড়ে আসেন। তিনি শহরের করতোয়া নদীর দক্ষিণ তীরবর্তী মাঠে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন। প্রায় পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত হয়েছিল ঐ জনসভায়। একই সফরে বঙ্গবন্ধু দেবিগঞ্জ থানা সদর থেকে চার মাইল দূরবর্তী ডোমারের একটি জনসভা করেন। দেবিগঞ্জ থেকে হাজার হাজার মানুষ ওই নির্বাচনী সভায় যোগদান করেছিলেন।

নিম্নের সংগৃহীত ভিডিওটিতে বঙ্গবন্ধুর পঞ্চগড় সফরের বিস্তারিত তথ্য রয়েছে। যদিও ভিডিওটিতে বঙ্গবন্ধু দুইবার পঞ্চগড় সফরে এসেছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ঘোষণা শুনে পঞ্চগড় অঞ্চলের জনগণ সামরিক শাসন থেকে মুক্তি এবং স্বাধিকার লাভের আশায় প্রবল ভাবে নির্বাচনমুখী হয়ে উঠে। জেলার সবকটি থানার অধিকাংশ মানুষ আওয়ামী লীগের ছত্রছায়ায় অর্থনৈতিক এবং সামাজিক মুক্তির সন্ধানে সমবেত হয়। ১৯৭০ সালে পঞ্চগড় জেলার সংসদীয় আসন ছিল জাতীয় পরিষদে ১টি এবং প্রাদেশিক পরিষদে ২টি। তেতুলিয়া, পঞ্চগড় এবং বোদা থানার সমন্বয়ে ১ নং প্রাদেশিক আসন এবং দেবিগঞ্জ, আটোয়ারী ও ঠাকুরগাঁও থানার অংশবিশেষ নিয়ে গঠিত হয় ২ নং প্রাদেশিক আসন।

 


তথ্যসূত্রঃ পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস | বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা | আল ফরিদ 
ছবিঃ ড. নাজমুল হক 
ভিডিওঃ DBC Television | মোঃ লুৎফর রহমান
Last updated: 5 November 2023

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Place: Panchagarh

Date: 1970-10-11