পঞ্চগড়ে আন্তর্জাতিক মানের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল – NORTH POINT MEDICAL COLLEGE & HOSPITAL (NPMCH)

২০২৩ সালের ৮ এপ্রিল (শনিবার) পঞ্চগড় সদর উপজেলার দাড়িয়াপাড়া এলাকায় বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মানুষকে উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে ১০০০ শয্যা বিশিষ্ট আন্তর্জাতিক মানের হাসপাতাল ও মেডিকেল কলেজ ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন। আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রস্তাবিত নামঃ North Point Medical College and Hospital (NPMCH) বা নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানাঃ দাড়িয়াপাড়া, তেঁতুলিয়া রোড, পঞ্চগড়
ওয়েবসাইটঃ https://npmch.net/

নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, পঞ্চগড়

আন্তর্জাতিক হেল্থকেয়ার পার্টনারস ও বাংলাদেশের কয়েকজন উদ্যোক্তার যৌথ অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকা (২৫০মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগে ৩২ একর জমির ওপর আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে চালু হাসপাতালের কার্যক্রম শুরু করবে। এযাবৎকালে বাংলাদেশের বেসরকারি হাসপাতাল সেক্টরে এটি সর্ববৃহৎ বিনিয়োগ। প্রকল্পটিতে দেশীয় ও আন্তর্জাতিক প্রায় ৩০০০ অভিজ্ঞ চিকিৎসকের কর্মসংস্থান এবং প্রতিষ্ঠানটির পরিচাললার কাজে আরও ১০০০ জনকে নিয়োগ দেয়া হবে।

অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ এই হাসপাতালে সুবিধাসহ লিভার, কিডনি প্রতিস্থাপন ও জটিল সব রোগের অপারেশনের ব্যবস্থা থাকবে। স্থাপন করা হবে যুগপোযুগি আইসিইউ। থাকবে শতাধিক দেশি-বিদেশি দক্ষ চিকিৎসক। তাই প্রান্তিক এলাকার মানুষকে আর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না। হাতের নাগালেই মান সম্পন্ন সেবা পাবে না। দরিদ্র মানুষের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। মেডিকেল কলেজ ও হাসপাতালটি চালু হলে স্থানীয়দের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান ও চীন তথা সার্কভুক্ত দেশগুলোর মানুষজনও চিকিৎসা এবং শিক্ষার্থীরা বাংলাদেশে এসে পড়ার সুযোগ পাবে। নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর সকল সুবিধা সমূহঃ

  • মোট শয্যা সংখ্যাঃ ১০০০ টি
  • জরুরী বেডঃ ২০ টি
  • ওপিডঃ ৭৫ টি
  • সিসিইউঃ ২০ শয্যা
  • পোস্ট সিসিইউঃ ১০ শয্যা
  • এসআইসিইউঃ ২০ শয্যা
  • আইসিইউঃ ৪৫ শয্যা
  • এইচডিইউঃ ২০ টি
  • এনআইসিইউঃ ২০ শয্যা
  • ক্যাথ ল্যাবঃ ২ টি
  • কার্ডিয়াক ওটিঃ ২ টি
  • ওটিঃ ১৩ টি
  • ডায়ালাইসিস ইউনিটঃ ২০ শয্যা
  • ডায়াগনস্টিক ল্যাবঃ ৫ টি
  • হেলিপ্যাডঃ ১ টি
  • মেডিকেল ইনস্টিটিউটের আয়তনঃ ৩০৮,৭৭৩ বর্গফুট
  • আবাসন এবং অন্যান্যঃ ৬৯৬,২২৭ বর্গফুট
  • হাসপাতালের সর্বমোট আয়তনঃ ৬৪৫,০০০ বর্গফুট

 

উদ্ভোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মজহারুল হক প্রধান, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস.এম. সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান জুয়াং লিফেং, ব্যবস্থাপনা পরিচালক এইচ.এম. জাহাঙ্গীর আলম রানা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

…আরো পড়ুন পঞ্চগড়ের অন্যান্য ঘটনা প্রবাহ


Last updated: 28 May 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Place: দাড়িয়াপাড়া, তেঁতুলিয়া রোড, পঞ্চগড়

Date: 2023-04-08