সোনাহার জমিদার বাড়ি – Sonahar Zamindar House

সোনাহার জমিদার বাড়ি
সোনাহার, দেবীগঞ্জ , পঞ্চগড়।

ম্যাপঃ Google map

দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার গ্রামে অবস্থিত সোনাহার জমিদার বাড়ি পঞ্চগড় জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপনা। প্রায় ৭০০০ বিঘা বিস্তৃত ছিলো সোনাহার জমিদারির পরিসর। জমিদার বাড়ির পত্তন করেন তৎকালীন জমিদার মতিলাল রায়। গ্রামের মনোরম প্রকৃতির মাঝে বিশাল এলাকা নিয়ে নির্মিত নান্দনিক এই জমিদার বাড়িটিতে এখনো অবশিষ্ট রয়েছে একটি মন্দির, জমিদার বাড়ির ধ্বংসপ্রাপ্ত মূল ভবন, অব্যবহৃত শ্মশানঘাট, মাঠ এবং একাধিক ভবন। একটি ভবনে জমিদার বংশের উত্তরসূরিগন এখনো বসবাস করছেন। জমিদার বাড়ির মন্দিরে রয়েছে চন্ডী মন্দির, রাধা কৃষ্ণের মন্দির এবং জমিদারীকালের কিছু তৈজসপত্র। মন্দিরে এখনো নিয়মিত পূজো দেওয়া হয়। জমিদার বাড়ির বাঁধানো পুকুর ঘাটের ধ্বংসপ্রাপ্ত অংশ এখনো দৃশ্যমান।

সোনাহার জমিদার বাড়ির মন্দির

স্থানীয়রা উল্লেখ করেন যে, কোচবিহারের রাজা নৃপেন্দ্রনাথের শাসন আমলের (১৮৪৬ হতে ১৯১১) কোনো এক সময়ে সোনাহার জমিদার বাড়ি নির্মাণ করা হয়। রক্ষণাবেক্ষণের অভাব এবং অতীতের জৌলুস ও ঐতিহ্যকে হারিয়ে বর্তমানে (২০২৪) পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সোনাহার জমিদার বাড়িটি। ভবনটির কাঠামো এবং স্তম্ভগুলো এখনো মজবুত ভাবেই দাঁড়িয়ে আছে। দরজা-জানালা বাড়ির অভ্যন্তরের জিনিসপত্র হারিয়ে গেছে, ছাদের প্লাস্টার খুলে পড়ে লোহার বীমগুলি বেরিয়ে থাকলেও দেয়ালের কারুকাজ ও নকশা এখনো দৃশ্যমান। জমিদার বাড়ির মন্দিরের সামনে রয়েছে একটি অতি প্রাচীন কুয়া। উত্তরসূরিদের বর্ণনামতে সোনাহার জমিদার বাড়িতে অনেক হাতি এবং একটি গাড়িও ছিল, গাড়িটি বিলেত থেকে জাহাজে করে নিয়ে আসা হয়েছিল।

জমিদার বংশের সাম্প্রতিক প্রজন্মনের উত্তরসূরিগন হলেন মনী সাহা, মদন মোহন, বিন্দু বর্মন এবং বুলু বাবু। তাঁদের মধ্যে একমাত্র মনি সাহার বংশধরেরা সোনাহার জমিদার বাড়ির দ্বিতীয় ভবনটিতে বসবাস করছেন, জমিদার বংশের অন্যান্যরা প্রত্যেকেই ১৯৪৭ সালের দেশভাগের সময় ভারতে পাড়ি জমান। সরকারি এবং ওয়ারিশদের ভাগাভাগি সংক্রান্ত মামলা দীর্ঘকাল বিদ্যমান থাকায় মনী সাহার পরিবার সোনাহার জমিদার বাড়ির মূল ভবনটি ছেড়ে দিতে বাধ্য হন। ১৯৭১ সালের পরবর্তী সময়ে সোনাহার জমিদার বাড়ি সংস্কার করা হয়েছিল বলে জানা যায় । জমিদার বাড়ির মন্দিরে এখনোও পূজো দেয়া হয়।

সোনাহার জমিদার বাড়ির মূল ভবন
সোনাহার জমিদার বাড়ির মূল ভবন

অবস্থানঃ সোনাহার জমিদার বাড়িটি পঞ্চগড় জেলার  দেবীগঞ্জ উপজেলার ৬নং সোনাহার মল্লিকদহ ইউনিয়নে অবস্থিত। দেবীগঞ্জ উপজেলা সদর হতে জমিদার বাড়িটির দূরত্ব ১২ কিমি। Travel Tips | Accommodation | Tourist Spots

…আরো পড়ুন পঞ্চগড় জেলার দর্শনীয় স্থান সমূহ


তথ্যসূত্রঃ সাজ্জাদ হোসেইন । সোহান । রাকিব হাসান
ছবিঃ নূর মাহফুজ । নিলয় রায় । সোহান । রাকিব হাসান
Last updated: 24 May 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn