বোদা বাজারের উপকণ্ঠে অবস্থিত ঐতিহাসিক এই রাজার দিঘী। পৌরাণিক যুগ থেকেই উত্তরের এই জনপদের পানি সংকটের কথা সর্বজনবিদিত। অতীতের পানি সংকট নিরসনে রাজা-মহারাজা গণ বহু দীঘি খনন করেছিলেন অত্র এলাকায়। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আধুনিক কোচবিহারের জনক মহারাজা নিপেন্দ্রনাথ নারায়ণ এই দীঘি খনন করান। সেই সময়ে দুর্ভিক্ষ দেখা দিলে প্রজ্ঞাবান মহারাজা নিপেন্দ্রনাথ নারায়ণ খাদ্যের বিনিময়ে প্রজাদের কর্মসংস্থান ও পানীয় জলের সুবিধার্থে এই দিঘী খননের সিদ্ধান্ত নেন।
অবস্থানঃ পঞ্চগড় শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তরের উপজেলা বোদা বাজার এলাকায় বিশালকায় এই জলাশয়টি অবস্থিত। …Travel Tips | Accommodation | Tourist Spots
ছবিঃ ফ্লাইং জয়
Last updated: 15 February 2024