আনোয়ারুল ইসলাম – Anwarul Islam

পঞ্চগড়ের কবি আনোয়ারুল ইসলাম প্রায় ৫০ বছর যাবৎ কবিতা, গান, গল্প-প্রবন্ধ, নাটক লিখে আসছেন। আনোয়ারুল ইসলাম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ভালো ছাত্র হিসেবে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বৃত্তি পান। ১৯৮২ খ্রিস্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও ১৯৮৪ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি নেয়ার পর আনোয়ারুল ইসলাম অধ্যাপনা পেশায় মনোনিবেশ করেন। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাও চালিয়ে যান।

আনোয়ারুল ইসলামের লেখা বই সমূহ

আনোয়ারুল ইসলাম অনার্সের ছাত্র থাকাকালেই ১৯৮১ সালে রাজশাহী বেতার কেন্দ্রের মাধ্যমে নিয়মিত গীতিকার এবং পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনের গীতিকার হন। তিনি ছাত্র জীবন থেকেই লেখালেখি শুরু করেন। দীর্ঘ সময়ে আনোয়ারুল ইসলাম প্রায় সাত হাজার গান-কবিতা, শতাধিক প্রবন্ধ, ১৫টি নাটক ও কিছু ছোটগল্প লিখেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। আনোয়ারুল ইসলাম ২০০০ সালে অকিঞ্চিত আয়োজন নামে একটি বই (গল্পপ্রবন্ধ) এবং এ হৃদয়ে কতো কথা নামের একটি গানের ক্যাসেটও প্রকাশ করেন।

অমর একুশে বইমেলা ২০১৮-এ আনোয়ারুল ইসলাম-এর প্রথম কাব্যগ্রন্থ তোমার ছায়া তুমি প্রকাশিত হয়। অমর একুশে বইমেলা ২০১৯-এ  নাগরিক ফড়িং ও  কালজয়ী ফুল নামে তাঁর দু’টি কাব্যগ্রন্থ, অমর একুশে বইমেলা ২০২০-এ ৪র্থ কাব্যগ্রন্থ জালজড়ানো প্রাণপ্রেম এবং ২০২১-এ মহান একুশে বই মেলায় কাব্যগ্রন্থ চেয়ে আছে পৃথিবীর চোখএসো ইচ্ছের অ্যাম্বুলেন্সে প্রকাশিত হয়। ২০২২এর অমর একুশে বই মেলায় তাঁর প্রথম উপন্যাস নদী পাথর প্রেম প্রকাশিত হয়েছে। উপন্যাসটিতে পঞ্চগড় জেলার সাধারণ মানুষের বর্তমান জীবিকা হিসেবে আবাদি জমিতে পাথর উত্তোলন, বেকারত্ব, অনিশ্চিত মানবিক প্রেম, নদীর শোচনীয়তা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে।

ইতিপূর্বে বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থে আনোয়ারুল ইসলাম-এর কবিতা প্রকাশিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে অধ্যাপনার চাকরি করেছেন। এছাড়াও আনোয়ারুল ইসলাম সাংবাদিকতার পেশার সাথেও জড়িত আছেন। স্থানীয় দৈনিক লোকালয়, জাতীয় দৈনিক ইত্তেফাক ও দি নিউ নেশন-এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

 


তথ্যসূত্রঃ এন এ রবিউল হাসান লিটন
ছবিঃ আনোয়ারুল ইসলাম-এর ফেইসবুক পেজ
Last updated: 25 March 2025

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn