শরিফুল ইসলাম – Shoriful Islam

শরিফুল ইসলাম একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য এবং বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম বোলার। ৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার) উচ্চতার শরিফুল একজন বাঁহাতি পেসার। ২০২০ বিশ্বকাপের প্রতিটি খেলায় অনবদ্য অবদান এবং ফাইনালে ভারতের বিপক্ষে তার আগ্রাসন এবং গতির কারণে রাতারাতি বাংলাদেশের একজন বাঁ-হাতি পেস সেনসেশন হয়ে ওঠেন শরিফুল ইসলাম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শরিফুল ৯ টি উইকেট নিয়েছিলেন।

শরিফুল ইসলাম জন্ম ৩ জুন ২০০১ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারী গ্রামে। ছোট থেকেই খেলার প্রতি আসক্ত শরিফুলের পড়াশোনায় তেমন মন ছিল না। শরিফুল সাভারের জিরানীবাজার গোহালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করে। পরবর্তীতে পঞ্চগড়ে তাঁর গ্রামের স্কুল কালিগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কালিগঞ্জ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে (২০২৩) তিনি অনার্স অধ্যয়নরত আছেন।

অনেকটা কঠিন পথ পাড়ি দিয়েই জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন পঞ্চগড়ের কৃষক-সন্তান শরিফুল ইসলাম। বাবা দুলাল ইসলাম ভূমিহীন কৃষক। মা বুলবুলি বেগম গৃহিণী। ১৯ শতক জমিতে গ্রামবাংলার একটি সাধারণ বাড়ি, সেখানেই তাঁদের আশ্রয়। একটা সময় অভাবের সংসারে সপ্তাহের দু-তিন দিনও না খেয়ে থাকতে হতো শরিফুলদের। ২০০১ সালে খাবার আর কাজের সন্ধানে পরিবার নিয়ে ঢাকার সাভারের জিরানী বাজারে পাড়ি জমিয়েছিলেন দুলাল ইসলাম। সাভারে রিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি। সাভারের একটি স্কুলে শরিফুলের পড়াশোনা শুরু হয়।

২০২০ সালে (অনূর্ধ্ব ১৯) বিশ্বকাপ হাতে শরিফুল ইসলাম

২০১০ সালে আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হলে আবারও গ্রামের বাড়িতে চলে আসে শরিফুলের পরিবার। বাড়ির কাছের কালীগঞ্জ এসপি উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি করানো হয় শরিফুলকে। শরিফুল স্কুল ফাঁকি দিয়ে তখন ক্রিকেট খেলতে যেতেন। নিজের ব্যাট-বল কেনার সামর্থ্য না থাকায় খেলতেন বন্ধুদের ব্যাট-বল দিয়ে।

এরই মধ্যে শরিফুলের বড় ভাই আশরাফুল ইসলাম চলে যান ঢাকায়। কাজ নেন তৈরি পোশাক কারখানায়। এদিকে ক্রিকেট পেয়ে বসে শরিফুলকে। না খেয়ে খেলতে গিয়ে প্রায়ই বেশ হাঁপিয়ে উঠতেন শরিফুল। তখন বড় ভাইকে লুকিয়ে ফোন করতেন শরিফুল; বলতেন না খেয়ে থাকার কথা। একসময় নিজের ছোট ভাইয়ের খেলার আগ্রহ ছুঁয়ে যায় আশরাফুলকেও। তিনি শরিফুলকে ক্রিকেটার বানাতে পাশে দাঁড়ান। আশরাফুল ইসলাম ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে প্রতি মাসে টাকা পাঠাতেন শরিফুলকে। এসএসসি পাস করে তাতেই পড়াশোনা আর খেলা চালিয়ে নিতেন শরিফুল।

শরিফুল ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি। এই ব্যর্থতাই তার জন্য শাপেবর হয়ে আসে শেষ পর্যন্ত। লেখাপড়ায় দুর্বল এবং খেলায় অধিক টান থাকায় ভাগ্নেকে দিনাজপুরের ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন শরিফুলের মামা। অনুশীলনে যোগ দিতে যাওয়ার সময় শরিফুলের প্রথম গেম সেটের ব্যাটটি কিনে দেন সাভারে আশরাফুলের ভাড়া বাড়ির মালিক। সাত দিনের ওই অনুশীলন কোর্সের তৃতীয় দিনের মাথায় শরিফুলের বল করা দেখে ওই টিমে থাকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার ধীমান ঘোষ তাঁকে পছন্দ করে ফেলেন। এরপর সাবেক ক্রিকেটার আলমগীর কবীর ও হান্নান সরকারের সহায়তায় শরিফুলের সুযোগ হয় রাজশাহীতে অনুশীলন ক্লাবে কোর্স করতে যাওয়ার।

ক্রিকেটে শরিফুল ইসলামের অভিষেক হয় ২০১৭ সালে রাজশাহী বিভাগ দলের হয়ে জাতীয় ক্রিকেট লীগের মাধ্যমে। একই বছরে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলার সুযোগ পান শরিফুল এবং দেশীয় বিভিন্ন ক্রিকেট লীগে বেশ সাফল্যের সাথে খেলেন। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হয়। ২০১৮ সালে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং ২০১৯ সালে খুলনা টাইটানের হয়ে বিপিএলে খেলেন তিনি। এ সময়ই ডাক পড়ে অনূর্ধ্ব-১৯ খেলায় এবং বিশ্বকাপ ২০২০ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান পেসার হয়ে বিশ্বকাপ মাতান।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় যুববিশ্বকাপ জয়ের পর খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি শরিফুলকে। ওডিআই-এ ২৫ মে ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়। টেস্টে ২৯ এপ্রিল ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়। বর্তমানে বাংলাদেশের একজন নিয়মিত পেসার পঞ্চগড়ের এই ক্রিকেটার। জাতীয় দলে অভিষেকের পর থেকে বেশ সাফল্যের সাথে নিজের জায়গা পাকা পোক্ত করে নিয়েছেন তিনি। ২০২৩ ও.ডি.আই. বিশ্বকাপে বাংলাদেশ দলের সফলতম পেশার ছিলেন শরিফুল ইসলাম। ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়াম লীগ, বিপিএল-এ শরিফুল সর্বাধিক উইকেট শিকার করেন।

৪ ভাইবোনের মধ্যে শরিফুল দ্বিতীয়। বর্তমানে (২০২৩) বড় ভাই আশরাফুল ইসলাম গ্রামে গরুর খামার দিয়েছেন। ১ম বোন দুলালী আক্তার দেবীগঞ্জ মহিলা কলেজে এইচএসসি, ২য় বোন শম্পা আকতার কালিগঞ্জ এমপি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ছেন। শরিফুল ইসলাম বিবাহিত। তাঁর স্ত্রীর নাম ফারদিন শেখ চাঁদনী। তাঁরা ২২ জুলাই, ২০২২ বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 


তথ্যসূত্রঃ Cricinfo | প্রথম আলো
Last updated: 18 November 2023

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn