পঞ্চগড় এক্সপ্রেস এর যাত্রা শুরু – Inauguration of Panchagarh Express

২০১৯ সালের ২৫ মে  (শনিবার ) পঞ্চগড়বাসীর বহুল প্রতীক্ষিত পঞ্চগড় টু ঢাকা সেমি নন-স্টপ আন্তঃনগর রেল পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে দুপুর ১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হুইসেল বাজিয়ে ও সবুজ পতাকার সংকেত দেখিয়ে পঞ্চগড়বাসীর বহুল প্রত্যাশিত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন ঘোষণা করেন। পঞ্চগড় এক্সপ্রেস উদ্বোধনের পাশাপাশি একই দিনে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড় রাখা হয়। পঞ্চগড় স্টেশনের নতুন নামফলক উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

উদ্বোধন ঘোষণার পর দুপুর ১টা ৩০মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস–এর যাত্রাদিয়ে শুরু হয় সেমি ননস্টপ পঞ্চগড় টু ঢাকা রেলপথে সরাসরি ট্রেন যোগাযোগ। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় এক্সপ্রেস করেই ঢাকার উদ্দেশে রওনা হন।

পঞ্চগড় এক্সপ্রেস এর বৈশিষ্ট সমূহঃ

  • সেমি ননস্টপ আন্তঃনগর ট্রেন
  • ভ্রমণ দূরত্ব ৫২৬ কিলোমিটার (৩২৭ মাইল)
  • যাত্রার গড় সময় ১০ ঘণ্টা ৪৫ মিনিট
  • রুট হলো ঢাকা-দিনাজপুর-পঞ্চগড়। ট্রেন নম্বর: ৭৯৩/৭৯৪
  • পঞ্চগড় থেকে ঢাকা যাত্রাপথে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ৬ টি স্টেশনে বিরতি
  • পঞ্চগড় এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হলো পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর-পার্বতীপুর-বিমানবন্দর-ঢাকা
  • পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কোনো বন্ধের দিন থাকছে না, চলবে সপ্তাহের সাত দিনই
  • নতুন আমদানি করা উন্নত মানের কোচ
  • বায়োটয়লেট, স্টেশনে থামা অবস্থায়ও ব্যবহার করা যাবে
  • ট্রেনে ডিজিটাল ডিসপ্লে, ট্রেনের অবস্থান ডিসপ্লেতে দেখা

 

পঞ্চগড় এক্সপ্রেস ছাড়ার সময়সূচিঃ

ট্রেনউৎসপ্রস্থানগন্তব্যপ্রবেশছুটি
৭৯৪পঞ্চগড়১২:৩০কমলাপুর২১:৫৫নেই
৭৯৩কমলাপুর২০:৪৫পঞ্চগড়০৮:৫০

আসন বিন্যাসঃ
পঞ্চগড় এক্সপ্রেসে মোট কোচসংখ্যা ১২। এর মধ্য এসি কেবিন ১টি, এসি চেয়ার ১টি, শোভন চেয়ার ৭টি, পাওয়ার কার + নামাজ ঘর + শোভন চেয়ার ১টি, গার্ড ব্রেক + খাবার কোচ ২টি।

ট্রেনটিতে মোট আসন পঞ্চগড় থেকে ৮৯৬টি ও ঢাকা থেকে ৮৭১টি। পঞ্চগড়ের জন্য ৩০ শতাংশ, ঠাকুরগাঁওয়ের জন্য ২৫ শতাংশ, দিনাজপুরের জন্য ৩০ শতাংশ, পার্বতীপুরের জন্য ১৫ শতাংশ, ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কোনো যাত্রী কমলাপুরের উদ্দেশে যেতে পারবে না। তাই কোনো সিট বরাদ্দ নেই।

টিকিটের মূল্যঃ

  • শোভন চেয়ার ৫৫০ টাকা
  • স্নিগ্ধা ১০৫৩ টাকা
  • এসি ক্লাস বার্থ ১৮৯২ টাকা

 

কয়েকবছর আগেও পঞ্চগড়ের সঙ্গে ঢাকার সরাসরি ট্রেন যোগাযোগ ছিল না। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত যখন আন্তঃনগর ট্রেন (দ্রুতযান ও একতা এক্সপ্রেসে) চলাচল করতো, তখন পঞ্চগড় থেকে শাটল ট্রেন সার্ভিস চালু ছিলো। অর্থাৎ পঞ্চগড় থেকে দ্রুতযান ও একতা এক্সপ্রেসের টিকেট কাটা যেতো। আর সেইসব যাত্রীদের একটি ট্রেনে করে পঞ্চগড় থেকে দিনাজপুর পর্যন্ত পৌঁছে দেওয়া হতো। সেখান থেকে যাত্রীগণ দ্রুতযান ও একতা এক্সপ্রেসে করে গন্তব্যে পৌছাতেন। এতে এক ট্রেন থেকে আরেক ট্রেনে লাগেজ নিয়ে চলাচল যথেষ্ট কষ্টকর এবং সময়সাপেক্ষ ছিলো। ২০১৮ সালের নভেম্বরে দ্রুতযান ও একতা এক্সপ্রেসের গন্তব্য দিনাজপুর থেকে বর্ধিত করে পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করা হয়।

বর্তমানে (২০২৪) ঢাকা থেকে পঞ্চগড়ে তিনটি আন্তঃনগর ট্রেন – দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস চলাচল করছে। পঞ্চগড়-রাজশাহী রেলপথে চলাচল করছে বাংলাবান্ধা এক্সপ্রেস। আর পঞ্চগড় থেকে সান্তাহারে চলাচল করে দোলনচাঁপা এক্সপ্রেস। অর্থাৎ পঞ্চগড় থেকে পাঁচটি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন এলাকায় চলাচল করে। এর বাইরে কাঞ্চন কমিউটার নামে একটি মেইল ট্রেন পঞ্চগড় থেকে পার্বতীপুরে চালু রয়েছে।

…আরো পড়ুন পঞ্চগড়ের অন্যান্য ঘটনা প্রবাহ


Last updated: 3 January 2024

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Place: পঞ্চগড় সদর

Date: 2019-05-25